#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র ডিসেম্বরের শুরুতে কোভিড টিকাকরণ শুরু করতে পারে ৷ জানা গিয়েছে, অনুমতি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন পাঠানো শুরু করে দেওয়া হবে ৷ এই কাজ ১১ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে শুরু করা হতে পারে ৷’ আমেরিকার তরফে দাবি করা হয়েছে, MODERNA নামে সংস্থা ইতিমধ্যেই করোনার নামে ভ্যাকসিন তৈরি করে ফেলেছে ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, যে সমস্ত রোগীদের এই ওষুধ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৯৪.৫ শতাংশে সফল হয়েছে ৷
খবর অনুযায়ী, MODERNA নামে সংস্থা দাবি করেছে যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিন প্রায় ৯৪ শতাংশ সফল ৷ এই ভ্যাকসিনের একটি ডোজের জন্য সরকারের থেকে ২৫-৩৭ মার্কিন ডলার অর্থাৎ ১৮৫৪-২৭৪৪ টাকা নেওয়া হতে পারে ৷ সংস্থার তরফে একটি বয়ানে দাবি করা হয়েছে যে তারা করোনার ভ্যাকসিন তৈরি করে নিয়েছে ৷ সংস্থার সিইও জানিয়েছেন, ওষুধের দাম ডিমান্ডের উপর নির্ভর করবে ৷ অনুমান করা হচ্ছে ওষুধের দাম ১০ থেকে ১৫ ডলার পর্যন্ত হতে পারে ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত এর ঘোষণা করা হবে না ৷ তবে চূড়ান্ত ডেটা মিলতেই অনুমতি নিয়ে মার্কেটে নিয়ে আসা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus