সন্ত্রাস ইস্যুতে ফের হুঁশিয়ারি, পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা বন্ধ করল আমেরিকা

File photo of US President Donald Trump.

File photo of US President Donald Trump.

সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি আমেরিকার ৷ জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ উদ্বিগ্ন প্রকাশ করেছে আমেরিকা ৷

  • Share this:

    #ওয়াশিংটন: সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি আমেরিকার ৷ জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ উদ্বিগ্ন প্রকাশ করেছে আমেরিকা ৷ লস্কর-এ-তইবা ও জইশ-এর মত জঙ্গি সংগঠন ও হাফিজ সইদের মুক্তি নিয়েও সরব ওয়াশিংটন ৷ সম্প্রতি লস্কর প্রধানকে গৃহবন্দি থেকে মুক্ত করেছে পাক ৷ জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদ পুরোপুরি ব্যর্থ তাই পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিল আমেরিকা। ১.১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল তারা।

    অনেক হয়েছে, আর নয়। এই ভাষাতেই সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া ভাষায় ট্রাম্প ট্যুইট করেছিলেন, গত পনেরো বছরে ইসলামাবাদকে তেত্রিশশো কোটি ডলার অনুদান দিয়েছে ওয়াশিংটন। পরিবর্তে প্রতারণা ও মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি তারা। মার্কিন নেতৃত্বকে মুর্খ মনে করছে পাক নেতৃত্ব। সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পাকিস্তান। আফগানিস্তানে সন্ত্রাস মোকাবিলা নিয়ে দীর্ঘদিন ধরেই মার্কিন-পাকিস্তান সম্পর্কে বরফ জমছিল। দিন কয়েক আগে কাবুলে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও পাকিস্তানের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।

    First published:

    Tags: Afghan Taliban, Donald Trump, Security Aid to Pakistan, Terrorist Hafiz Saeed, US Freezes $1.1 Billion Security Aid