#ওয়াশিংটন ডিসি : অবশেষে সেই বড় দিন এসে গেল, যার জন্য আমেরিকা তো বটেই সারা বিশ্ব অপেক্ষা করছিল৷ আমেরিকা প্রেসিডেন্সিয়াল ইলেকশন শুরু হয়ে গেল৷ এই নির্বাচনের ফলাফলের ওপরেই নির্ভর করবে সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের বিষয়গুলি৷ যার মধ্যে প্রধান হতে পারে অতিমারীর সময়ে কার্যকারী পদক্ষেপ, আবহাওয়া পরিবর্তন পলিসি ও অভিবাসন৷
পদাধিকারী প্রেসিডেন্টই নিজের জায়গা ধরে রাখতে পারবেন, চালিয়ে যাবেন নিজের কনজারভেটিভ ও অতি সতর্কধর্মী পদক্ষেপ নাকি ডেমোক্র্যাট পদপ্রার্থী তাঁর থেকে ক্ষমতার দখল ছিনিয়ে নেবেন তাই দেখতে নজর গোটা বিশ্বের৷
আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ অধ্যায়৷ ভারতীয়রাও এই নির্বাচনে নজর রেখেছেন, কারণ যিনি প্রেসিডেন্ট হবেন তাঁর ওপরেই নির্ভর করবে লক্ষ লক্ষ ভারতীয়র ভবিষ্যত৷ ভারতীয় পেশাদারদের অভিবাসন নীতির সরাসরি প্রভাবিত হবে৷ পাশাপাশি চিনের সঙ্গে ভারতের বর্তমান তিক্ততার মধ্যে আমেরিকার অবস্থান বড় ভূমিকা নিতে পারে৷ এছাড়াও রয়েছে চাকরির আউটসোর্সিং ও বাণিজ্যিক বিনিময়ের বিষয়গুলি৷
যদি আপনি আমেরিকার নির্বাচনের ওপর নজর রাখতে চান তাহলে জেনে নিন কীভাবে কোথা থেকে সেই নজর রাখবেন ৷ কারণ দুই দেশের সময়ের পার্থক্য অনেকটাই৷
সময়ের পার্থক্য
---------------------
ওয়াশিংটন ডিসি -র থেকে ভারত ১০ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে রয়েছে৷ তার মানে ৩ নভেম্বর ইস্টার্ন টাইম ৬ টায় যখন পোল বন্ধ হবে তখন ভারতের স্থানীয় সময় হবে ৪ নভেম্বর ভোর সাড়ে চারটে ৷ এই সময় ইন্ডিয়ানা ও কেন্টাকির মতো জায়গায় ভোট শেষ হবে৷
ইস্টার্ন টাইম ৭ টা তে ভোটগ্রহণ বন্ধ হবে ফ্লোরি়ডার মতো গুরুত্বপূ্র্ণ স্টেটে৷ সে সময় ভারতীয় সময় হবে ভোর সাড়ে পাঁচটা৷
ইস্টার্ন টাইম জোন রাত ৮ টা -য় কাউন্টিং শুরু হবে পেনসিলভ্যানিয়াতে৷ তখন ভারতীয় সময় হবে সাড়ে ছটা৷
ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ সম্ভাব্য ফলাফল আসতে শুরু করবে টেক্সাস, মিশিগান, অ্যারিজোনা থেকে৷ এই রাজ্যগুলিতে ভোট সুইং হওয়ার সম্ভবনা প্রবল৷
ইস্টার্ন টাইম রাত এগারোটায় যা ভারতীয় সময়ে সকাল সাড়ে নটা ভোটগ্রহণ শেষ হবে ক্যালিফোর্নিয়া, ওরিগান ও ওয়াশিংটন থেকে৷
কোথায় দেখা যাবে আমেরিকার ভোটের প্রতি মুহূর্তের আপডেট-
আমেরিকান চ্যানেল সিএনএন (CNN) ও এমএসএনবিসি (MSNBC) ভিপিএন কানেকশনের মাধ্যমে দেখতে পারেন৷ এছাড়ও ইউটিউবে যে চ্যানেলগুলি লাইভ স্ট্রিমিং হয় অর্থাৎ NBC News, ABC News and PBS Newshour, the Scroll reports এই ভোটের প্রতি মুহূর্তের আপডেট পেতে পারেন৷
এছাড়াও ভারতের লোকসভা ও রাজ্যসভা টিভি-র মতোই C-SPAN আছে সেখানে ভোটের ফলাফল ও বিভিন্ন ব্যক্তির মন্তব্য দেখানো হয়৷
আন্তর্জাতিক লাইভ নিউজ কভারেজও একটা অপশন৷ আল জাজিরা (Al Jazeera)-র ইংলিশ লাইভ স্ট্রিম এছাড়া লাইভ ব্লগ ফলো করলেও যে কেউ আপডেট পেতে পারবেন৷
The New York Times, CNN এবং Guardian এই নির্বাচনের প্রতিমুহূর্তের আপডেট নিয়ে আসছে৷ এদের ওয়েবসাইট ও ব্লগে এই আপডেট পাওয়া যাবে৷ NYT-তে একটি অডিও অপশন থাকছে তাদের লাইভ ব্লগে৷ তাদের পডকাস্টে লাইভ কভারেজ হচ্ছে৷
এছাড়া Comedy Central -র রোজকার শোয়ের মাধ্যমেও ভোটের লাইভ কভারেজ হবে৷
ভারতীয়দের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবারের মার্কিন নির্বাচন?
ট্রাম্প কনজারভেটিভ পদক্ষেপের জন্য অভিবাসন নীতি বেশ খানিকটা চাপে৷ আমেরিকানদের জন্য চাকরির সংরক্ষণ অর্থাৎ 'reserving jobs' for Americans 'first' -র একটা বিশাল প্রভাব পড়েছে ভারতীয়দের চাকরিতে৷ এছাড়াও করোনা অতিমারীর জেরে আমেরিকানদের প্রচুর চাকরি গেছে৷ এরফলে আমেরিকা নিজেদের H-1B ভিসা স্থগিত করে দিয়েছে৷ যা ভারতীয় আইটি পেশাদারদের স্বপ্নে জল ঢেলে দিয়েছে৷
এদিকে জো বিডেন বলেছেন যোগ্যতা সম্পন্ন গ্রিনকার্ডধারীদের বিষয়টি দেখবেন এবং ভিসা নিয়ে কড়াকড়িও পরিবর্তন করবেন৷