যেন নরক যন্ত্রণা। যেন সব শেষ হয়ে যাওয়ার পরে শেষ টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই (Ukraine In War)। যুদ্ধের ধুলো মেখে সেই বাঁচার শেষ চেষ্টার ছবিই এখন ইউক্রেনের চেনা জীবন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারি পড়তে আসা পড়ুয়াদের চেনা ক্লাসরুম বা লাইব্রেরি নয়, এখন দিন কাটছে যুদ্ধের বাঙ্কারে। দিন কাটছে প্রাণ হাতে করে। মঙ্গলবারই খবর পাওয়া গিয়েছে, খারকিভে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। আর তাতেই সন্তানদের নিয়ে আরও চিন্তা বেড়েছে ভারতে থাকা মা বাবার। খারকিভের বাঙ্কারে বসে থাকা ডাক্তারির ছাত্র রূপম মণ্ডলের ভিডিও বার্তায় এক হাড়হিম করা পরিস্থিতির কথা উঠে এসেছে। তিনি বলছেন, সত্যি কেউ জানে না, কবে, কী ভাবে মিসাইল হামলায় মৃত্যু হবে। জানে না কে কতটা নিরাপদ (Ukraine In War)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ukraine crisis