Home /News /international /

Dubai: একই রানওয়েতে ভারতগামী দুই বিমান! দুবাই বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা কয়েকশো যাত্রীর

Dubai: একই রানওয়েতে ভারতগামী দুই বিমান! দুবাই বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা কয়েকশো যাত্রীর

দুবাই বিমানবন্দরে বড় দুর্ঘটনা এড়ালো এমিরেটস-এর দুই বিমান৷ Photo-File

দুবাই বিমানবন্দরে বড় দুর্ঘটনা এড়ালো এমিরেটস-এর দুই বিমান৷ Photo-File

গত রবিবার রাত ৯.৪৫ দুবাই (Dubai) থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিলে এমিরেটস-এর (Emirates) ইকে-৫২৪ বিমানের৷ প্রায় একই সময় দুবাই থেকে বেঙ্গালুরু রওনা দেওয়ার কথা ছিল এমিরেটস-এর ইকে-৫৬৮ বিমানের৷

 • Share this:

  #দুবাই: ভারতে আসছিল দু'টি বিমান৷ আর দুবাই (Dubai) বিমানবন্দর থেকে ওড়ার সময়ই সেই দু'টি বিমানের মধ্যে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটার পরিস্থিতি তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য বরাতজোরে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়৷ প্রাণে বাঁচেন দু'টি বিমানে থাকা শতাধিক যাত্রী৷

  সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, গত রবিবার রাত ৯.৪৫ দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিলে এমিরেটস-এর (Emirates) ইকে-৫২৪ বিমানের৷ প্রায় একই সময় দুবাই থেকে বেঙ্গালুরু রওনা দেওয়ার কথা ছিল এমিরেটস-এর ইকে-৫৬৮ বিমানের৷ কিন্তু ভুলবশত দু'টি বিমানই একই রানওয়েতে চলে আসে৷ এমিরেটস-এর সূচি অনুযায়ী, দু'টি বিমানের ওড়ার সময়ে পাঁচ মিনিটের ফারাক ছিল৷

  আরও পড়ুন: মাঝ-আকাশে কোভিড পজিটিভ মহিলা, বিমানের শৌচালয়ে ৩ ঘণ্টা 'আইসোলেশন'!

  বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক ব্যক্তি এএনআই-কে জানিয়েছেন, 'হায়দ্রাবাদগামী ইকে ৫২৪ বিমানটি দুবাই বিমানবন্দরের ৩০ আর রানওয়ে ধরে ওড়ার জন্য গতি বাড়াচ্ছিল৷ তখনই বিমান চালকরা ওই একই রানওয়ে ধরে অন্য একটি বিমানকে এগিয়ে আসতে দেখে৷ সঙ্গে সঙ্গে বিমানটির গতি কমিয়ে দেওয়া হয়৷ রানওয়ের মধ্যে দিয়ে যাওয়া এন৪ ট্যাক্সি বে-তে ঢুকে পড়ে বেঙ্গালুরুগামী অন্য বিমানটিকে রাস্তা করে দেয় হায়দ্রাবাদগামী বিমানটি৷'

  এটিসি-ও বিষয়টি দেখতে পেরে তৎপর হয়৷ তাদের নির্দেশেই হায়দ্রাবাদগামী বিমানটি উড়ে যাওয়ার কয়েক মিনিট পর বেঙ্গালুরুগামী বিমানটি উড়ে যায়৷ সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিবহণ ব্যবস্থায় দুর্ঘটনার তদন্তের জন্য ভারপ্রাপ্ত সংস্থা এএআইএস-ও বড়সড় নিরাপত্তার ফাঁক নিয়ে বিমান সংস্থাকে সতর্ক করেছে৷

  আরও পড়ুন: বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !

  ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এমিরেটস বিমান সংস্থাও৷ সংস্থার তরফে অভ্যন্তরীণ তদন্তও শুরু করা হয়েছে৷ পাশাপাশি এএআইএস-এর তরফেও পৃথক তদন্ত করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হায়দ্রাবাদগামী বিমানটি এটিসি-র অনুমতি না নিয়েই ওড়ার জন্য রানওয়ে ধরে এগোতে শুরু করেছিল৷

  এমিরেটস-এর হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর জন্য দুবাই থেকে বোয়িং বি ৭৭৭ বিমান ব্যবহার করে৷ এই বিমানগুলিতে ৩৫০ থেকে ৪৪০ জনের বসার ব্যবস্থা থাকে৷ ফলে ওই দু'টি বিমানেও যথেষ্ট সংখ্যক যাত্রী ছিলেন বলেই ধরে নেওয়া যায়৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Dubai

  পরবর্তী খবর