#হংকং: কথায় আছে না...শো মাস্ট গো অন ! ঠিক যেন সেরকমটাই করে ফেলল হংকংয়ের চিড়িয়াখানার দুই পান্ডা ৷ যেখানে করোনার মোকাবিলায় গোটা বিশ্ব তৎপর ৷ করোনার প্রকোপ আটকাতে গোটা বিশ্বে লকডাউন, ঠিক তখনই প্রেম শুরু দুই পান্ডার হৃদয়ে ৷ আর তা প্রেম বলে প্রেম, একেবারে যৌনতার ঝড় !
হ্যাঁ, ঠিক এরকমই কাণ্ড ঘটিয়ে ফেললেন দুই পান্ডা ৷ চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে এই দুই পান্ডার মধ্যে সঙ্গম করানো যাচ্ছিল না ৷ অনেক চেষ্টার পরেও কাছাকাছি আসছিল না এই দুই পান্ডা ৷ তবে এবার সফল ৷ ১০ বছর চেষ্টার পর এবার দুই পান্ডার শরীরে এল যৌনতার প্লাবন ৷ লকডাউনের মাঝেই চিড়িয়াখানার খাঁচার ভিতর ঝড় উঠল যৌনতার ৷
জানা গিয়েছে, উদ্দাম আদরের পরে এখন বেশ খোশমেজাজেই আছেন দু’জন ৷ তাঁদের এই কীর্তিতে বেশ খুশি চিড়িয়াখানার কর্তৃপক্ষও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Panda