• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • গোরস্থানে ভূত ! ধরা পড়ল গুগল ম্যাপ-এর ফুটেজে ! দেখুন সেই ভিডিও--

গোরস্থানে ভূত ! ধরা পড়ল গুগল ম্যাপ-এর ফুটেজে ! দেখুন সেই ভিডিও--

representative image

representative image

 • Share this:

  #টেক্সাস: ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক-বিতর্কর শেষ নেই! কিন্তু হালে, গুগল ম্যাপ-এর ফুটেজে ধরা পড়ল, গোরস্থানে দুটি রহস্যময় চরিত্র ঘুরে বেরাচ্ছে। সিংহভাগের দাবি, তেঁনারা আর কেউ নন! স্বয়ং ভূত!

  টেক্সাস-এর মারঠা চ্যাপেল সিমেট্রি। লম্বা লম্বা পাইন গাছে মোড়া। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে গাছের পিছনে থেকে উঁকি মারছে। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটি লম্বা মূর্তি। তিনি পুরুষ কী মহিলা, তা  স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ চরিত্রটির আগাগোড়া আলখাল্লায় মোড়া। অনেকে আবার মনে করছেন করছেন, মেয়েটি ভূত নয়। হয়তো খেলতে খেলতে গোরস্থানে ঢুকে পড়েছে। তারপর ভয় পেয়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়েছে। কিন্তু তার পিছনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক আলখাল্লায় মোড়া চরিত্রটি যে ভূত ছাড়া আর কেউ নন, সে ব্যাপারে কারও দ্বিমত নেই।

  দেখুন সেই গা-ছমছমে ভিডিও--

  First published: