#আশগাবাত: পোষ্যের প্রতি ভালোবাসা হয়তো একেই বলে ৷ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের একেবারে সিটি সেন্টারে একটি ৬ মিটার উঁচু মূর্তি শোভা পাচ্ছে ৷ সেটি অবশ্য কোনও মানুষের নয়, একটি কুকুরের ৷ কুকুরের মূর্তি তৈরি হয়েছে যখন তখন যে সেটি যেমন তেমন কোনও কুকুর নয় ৷ তা বলা বাহুল্য ৷ সে হল তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদভের প্রিয় পোষ্য শেফার্ড ব্রিডের একটি কুকুর ৷ মূর্তির উদ্বোধনও হল বেশ জমকালোভাবেই ৷
Meanwhile, Turkmenistan’s president Gurbanguly Berdymukhamedov has just unveiled a gisnt statue of his favorite dog pic.twitter.com/NSlIlXbAoH
— Piotr Zalewski (@p_zalewski) November 12, 2020
গান-বাজনা... একেবারে এলাহি আয়োজন ৷ এর আগে তুর্কমেনিস্তানে আখাল-তেকে ঘোড়ার একটি মূর্তি ছিল ৷ এবার তার সঙ্গে সংযোজন হল প্রেসিডেন্টের প্রিয় পোষ্যও ৷ মূর্তিটি বানিয়েছেন সেদেশের বিখ্যাত শিল্পী ৭১ বছরের সারগার্ট বাবায়েভ ৷ তুর্কমেনিস্তানের রাজধানীতে এখন শোভা পাচ্ছে শেফার্ড কুকুরটির মূর্তি ৷ তার নীচে রয়েছে একটি এলইডি ডিসপ্লেও ৷ যেখানে কুকুরটির খেলে বেড়ানো থেকে শুরু করে আরও নানাধরণের ছবি দেখানো হচ্ছে সর্বক্ষণ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Turkmenistan