হোম /খবর /বিদেশ /
পোষ্যের প্রতি ভালবাসা!প্রিয় কুকুরের মূর্তিউন্মোচন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের

পোষ্যের প্রতি ভালবাসা! প্রিয় কুকুরের বিশাল মূর্তি উন্মোচন করলেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট

Photo Source: Twitter

Photo Source: Twitter

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদভের প্রিয় পোষ্য শেফার্ড ব্রিডের একটি কুকুর ৷ মূর্তির উদ্বোধনও হল বেশ জমকালোভাবেই ৷

  • Last Updated :
  • Share this:

#আশগাবাত: পোষ্যের প্রতি ভালোবাসা হয়তো একেই বলে ৷ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের একেবারে সিটি সেন্টারে একটি ৬ মিটার উঁচু মূর্তি শোভা পাচ্ছে ৷ সেটি অবশ্য কোনও মানুষের নয়, একটি কুকুরের ৷ কুকুরের মূর্তি তৈরি হয়েছে যখন তখন যে সেটি যেমন তেমন কোনও কুকুর নয় ৷ তা বলা বাহুল্য ৷ সে হল তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদভের প্রিয় পোষ্য শেফার্ড ব্রিডের একটি কুকুর ৷ মূর্তির উদ্বোধনও হল বেশ জমকালোভাবেই ৷

গান-বাজনা... একেবারে এলাহি আয়োজন ৷ এর আগে তুর্কমেনিস্তানে আখাল-তেকে ঘোড়ার একটি মূর্তি ছিল ৷ এবার তার সঙ্গে সংযোজন হল প্রেসিডেন্টের প্রিয় পোষ্যও ৷ মূর্তিটি বানিয়েছেন সেদেশের বিখ্যাত শিল্পী ৭১ বছরের সারগার্ট বাবায়েভ ৷ তুর্কমেনিস্তানের রাজধানীতে এখন শোভা পাচ্ছে শেফার্ড কুকুরটির মূর্তি ৷ তার নীচে রয়েছে একটি এলইডি ডিসপ্লেও ৷ যেখানে কুকুরটির খেলে বেড়ানো থেকে শুরু করে আরও নানাধরণের ছবি দেখানো হচ্ছে সর্বক্ষণ ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Turkmenistan