#ওয়াশিংটন: প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হল ট্রাম্প প্রশাসনকে৷ বিদেশি ছাত্ররা সম্পূর্ণ ভাবে অনলাইনে ক্লাস করলে, নিজেদের দেশে ফিরে যেতে হবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নীতি ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল৷ বিখ্যাত কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক সংগঠন-সহ নানা মহল থেকে ব্যাপক চাপের কাছে শেষ পর্যন্ত ঢোক গিলতেই হল হোয়াইট হাউসকে৷
গত সপ্তাহে মার্কিন প্রশাসন ঘোষণা করেছিল, বিদেশি ছাত্রদের কিছু ক্লাস অফলাইনে করতে হবে৷ বিদেশি ছাত্র-ছাত্রীরা পুরোটাই অনলাইনে ক্লাস করলে স্টুডেন্ট ভিসা বাতিল করা হবে৷ তাঁদের নিজেদের দেশে ফিরে যেতে হবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লক্ষেরও বেশি বিদেশ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন প্রতিষ্ঠানে৷ তাঁরা অনেকেই পুরো টিউশন ফি-ও দিয়ে দিয়েছেন৷ বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওই ছাত্র-ছাত্রীদের দেওয়া ফি-এর উপর ভিত্তি করেই চলে৷
আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে, ফল সেমেস্টারে তারা পুরো ক্লাস নেবে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতিতে বলা হয়েছিল, অফলাইনে যারা ক্লাস করবে তারা নিজেদের দেশে ফিরে ভার্চুয়াল ক্লাস করুক৷
হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) আগেই পদক্ষেপ করেছিল ট্রাম্প সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের বিরুদ্ধে৷ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেটও৷