#বেজিং: প্লাস্টিক ও রবারজাত বর্জ্য থেকে মুক্তি পেতে লড়ছে পুরো বিশ্ব। ওয়েস্ট ম্যানেজমেন্টের একাধিক পন্থাও বের করা হচ্ছে। নানা দেশ এই লক্ষ্যে নানা ধরনের অভিনব পদক্ষেপ করছে। তবে চিনের এই ভাস্কর্য-শিল্পীরা নজর কেড়েছেন বিশ্ববাসীর। রাস্তার পাশে পড়ে থাকা অব্যবহৃত টায়ার দিয়ে গড়ে তুলেছেন চোখধাঁধানো সব ভাস্কর্য। ড্রাগন, গরিলা থেকে একের পর এক প্রাণীর ভাস্কর্য গড়ে উঠেছে পরিত্যক্ত টায়ার থেকে।
সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট-এর ট্যুইটারে (Twitter) একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, পরিত্যক্ত টায়ারকে 'দ্বিতীয় জীবন' দান করেছেন সিচুয়ান প্রদেশের ভাস্কর্য-শিল্পীরা। ভিডিওটির প্রথমে দেখা যাচ্ছে, তিনজন শিল্পী মিলে একটি দৈত্যাকৃতি সোনালি রঙের ড্রাগন তৈরি করছেন। ৮ মিটার লম্বা এই ড্রাগন তৈরি করতে ১০০০-এরও বেশি টায়ার লেগেছে। ড্রাগনটি তৈরি করতে ২০ দিনের বেশি সময় নিয়েছেন তাঁরা। এর পর নজর যাবে একটি বৃহৎ আকারের গরিলার উপরে। কিং কং সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে টায়ার দিয়েই ৩.৫ মিটার লম্বা এই ভাস্কর্য তৈরি করা হয়েছে।
ভাস্কর্যগুলির মূল কাঠামো বিভিন্ন ধরনের ধাতু ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এর পর ওই টায়ারগুলিকে পরিস্কার করে, বিভিন্ন আকৃতিতে কাটা হয়েছে। এবার কাঠামো অনুযায়ী বসানো হয়েছে টায়ারের টুকরোগুলিকে। কিছু ক্ষেত্রে পালক-সহ ছোট ছোট বিষয়গুলিকে বোঝাতে টায়ারগুলিকে একদম সূক্ষ্ম ভাবে কাটা হয়েছে।