corona virus btn
corona virus btn
Loading

ব্রিজ থেকে নদীতে পড়েই অদৃশ্য একের পর এক চলন্ত গাড়ি ! অবাক ইন্টারনেট

ব্রিজ থেকে নদীতে পড়েই অদৃশ্য একের পর এক চলন্ত গাড়ি ! অবাক ইন্টারনেট
  • Share this:
ইন্টারনেটে বেশ জনপ্রিয় অপটিক্যাল ইলিউশন। দৃষ্টি বিভ্রমের মজায় ডুবতে ভালবাসেন নেটিজেনরা । ঠিক এমনই অপটিক্যাল ইলিউশন দেখে তাজ্জব নেটিজেনরা । ট্যুইটারে এই মুহূর্তে ভাইরাল ড্যানিয়েল নামক এক ব্যক্তির পোস্ট করা এক ভিডিও । সেই ভিডিওতে দেখা গিয়েছে ব্রিজের উপর থেকে একে একে নদীর উপরেই ঝাঁপ দিচ্ছে গাড়িগুলি কিন্তু তারপরই অদৃশ্য হয়ে যাচ্ছে গাড়িগুলি । গাড়িগুলি যাচ্ছে, এই প্রশ্নেই জেরবার ট্যুইটার ব্যবহারকারীরা। ইতিমধ্যেই প্রায় ৬৭ হাজার বার দেখেছেন নেটিজেনরা । ট্যুইটারে একাধিক জোকসও চলছে এই ভিডিও নিয়ে । কেউ বলছেন গাড়িগুলি বারমুডা ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছে আবার কেউ বলছেন গাড়িগুলি আসলে হ্যারি পটারের হগওয়ার্টসে যাচ্ছে, কেউ আবার বলছেন গাড়িগুলি আসলে অন্য জগতে যাচ্ছে ।
First published: July 2, 2019, 5:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर