হোম /খবর /বিদেশ /
ভুল করেও এই পোকার কাছাকাছি যাবেন না, একবার কামড় দিলেই ভয়ানক অবস্থা হতে পারে

Tick Alert: ভুল করেও এই পোকার কাছাকাছি যাবেন না, একবার কামড় দিলেই ভয়ানক অবস্থা হতে পারে

একবার কামড় দিলেই ভয়ানক অবস্থা হতে পারে

একবার কামড় দিলেই ভয়ানক অবস্থা হতে পারে

Tick Alert: পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যে আপনাকে আমিষ খাওয়াও ভুলে যেতে হতে পারে।

  • Share this:

ওয়াশিংটন: ছোট্ট একটা পোকা। আর এই পোকার কামড়েই মারাত্মক সংক্রমণের সমস্যায় ভুগতে পারেন। পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যে আপনাকে আমিষ খাওয়াও ভুলে যেতে হতে পারে।

 

এই পোকাটির নাম লোন স্টার টিক। এর বৈজ্ঞানিক নাম Amblyoma americanum এবং এটি আমেরিকার মধ্য-পশ্চিম, পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে পাওয়া যায়। পোকাটি আকারে খুবই ছোট। এর পিঠে সাদা দাগ রয়েছে। এর কামড়ের ফলে ত্বকে লাল ফুসকুড়ি এবং জ্বালাপোড়া হয়। মাথাব্যথা, ঘাড়ে ব্যথা এমনকি মুখ নাড়াতেও অসুবিধা হতে থাকে। এগুলো শুধুই অতিমাত্রায় উপসর্গ, কিন্তু তার পরে যা প্রভাব আসে তা এককথায় অতি ভয়ঙ্কর।

এই পোকার দেহে একটি বিশেষ উপাদান থাকে, যাকে আলফা-গেল বলে। কথিত আছে লক্ষ লক্ষ বছর আগে মানুষের শরীরেও এ ধরনের উপাদান থাকত। কিন্তু এখন তা নেই। কিন্তু এই উপাদান শরীরে প্রবেশ করলে ভয়ানক অ্যালার্জির সমস্যা দেখা যায়। রিপোর্টে দাবি করা হয়েছে, এই সমস্যায় ভোগার ফলে মাছ, মাংসের মতো খাবার থেকে দূরে থাকতে হয়। কারণ, এই সমস্ত খাবার খেলে ফের অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। ফলে প্রবল সমস্যায় পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন, পোকা ধরে ডাল নষ্ট? ঘরোয়া এই টোটকাগুলোতেই কেল্লাফতে!

আরও পড়ুন, মিড ডে মিলের খাবারে সোয়াবিনের সঙ্গে ভাসছে ওটা কী! ভয়ানক কাণ্ড

মার্কিন মুলুকের বেশ কিছু প্রদেশে এই পোকার দাপট রয়েছে। তবে এখন অনেকরকম ওষুধ বেরিয়েছে। কিন্তু এই পোকাকে সাধারণত এড়িয়ে চলচে পরামর্শ দেন সকলে বিশেষজ্ঞরা।

Published by:Suvam Mukherjee
First published: