#নয়াদিল্লি:রাশিয়ার কালিনিনগ্রাদের বাসিন্দা ৩২ বছরের অ্যাডাম কার্লিকেল ৷ আপাত অর্থে তেমন কোনও বিশেষত্ব নেই তাঁর মধ্যে ৷ কিন্তু তিনি এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন যার জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি ৷
ঠিক কী করেছেন তিনি?
জানা গিয়েছে, অ্যাডাম জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি ৷ এদিকে, ইতিমধ্যে শরীরের ৯০ শতাংশ অংশে উল্কি এঁকে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপরই তাঁর মাথায় আসে পুরো শরীর জুড়ে উল্কি আঁকার কথা। তবে গোপনাঙ্গে জন্য সেইটি তো সম্ভব হচ্ছে না ৷ অতঃপর গোটা শরীর জুড়ে উল্কি আঁকতে হলে বাদ দিতে হবে গোপনাঙ্গ ৷ এই ভাবনা আসে তাঁর মাথায় ৷ আর সেইমতোই কাজ করে ফেলেন তিনি ৷ অস্ত্রোপচার করিয়ে নিজের গোপনাঙ্গ এবং বুকের বৃন্তদু’টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
একই সঙ্গে তিনি ক্যান্সারের চিকিৎসাও চালাতে থাকেন ৷ অবশেষে তিনি সম্পূর্ণ সুস্থ ৷ অন্যদিকে, মেক্সিকোতে গিয়ে অ্যাডাম নিজের অস্ত্রোপচার করান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি এরকম আর কেউ করেনি। আমি সবার থেকে আলাদা। তবে জীবন অনেক ছোট, জানি না কাল কী হবে! তাই এই সিদ্ধান্ত।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Private Part, Tatto