হোম /খবর /বিদেশ /
আপনার নাম কি 'কমলা'? তাহলে দেশের এই থিম পার্কে ঢুকবেন বিনা পয়সায়

আপনার নাম কি 'কমলা'? তাহলে দেশের এই থিম পার্কে ঢুকবেন বিনা পয়সায়

This Indian Theme Park is Offering Free Entry to Anyone Named Kamala For a Day to Honour US VPs Win

This Indian Theme Park is Offering Free Entry to Anyone Named Kamala For a Day to Honour US VPs Win

'কমলা' নামের যে কোনও ব্যক্তিরই এই চেইন পার্কের যে কোনও পার্কে ঢুকতে একটি পয়সাও লাগবে না৷ শুধু সঙ্গে করে আনতে হবে নিজের পরিচয় পত্র৷ ওয়ান্ডারেলা এই মুহূর্তে কোচি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে রয়েছে৷ তারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই ঘোষণা করেছে৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#বেঙ্গালুরু: কয়েক দিন আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় হিসেবে প্রথম তো বটেই, মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও তিনি৷ কমলার কৃতিত্বকে সম্মান জানাতে এক অভিনব রাস্তায় হাঁটছে ভারতের বিনোদন থিম পার্ক চেইন ওয়ান্ডারেলা৷

রবিবার অর্থাৎ আগামিকাল 'কমলা' নামের যে কোনও ব্যক্তিরই এই চেইন পার্কের যে কোনও পার্কে ঢুকতে একটি পয়সাও লাগবে না৷ শুধু সঙ্গে করে আনতে হবে নিজের পরিচয় পত্র৷ ওয়ান্ডারেলা এই মুহূর্তে কোচি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে রয়েছে৷ তারা শনিবার অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই ঘোষণা করেছে৷ পোস্টে তারা লিখেছে, "এই রবিবার সব কমলা জিতবে!"

View this post on Instagram

A post shared by Wonderla (@wonderla_in)

পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম ১০০ জন এই সুযোগ পাবেন৷ নামে 'কমলা',  'কমল' এবং ' কমলম' হতে হবে৷ এছাড়া অন্য কোনও নাম এই সুযোগের আওতায় আসবে না৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিজ্ঞাপনী প্রচারের প্রশংসা করেছেন৷ কেউ বা আবার সমালোচনা করেছেন৷

Published by:Subhapam Saha
First published: