#বেঙ্গালুরু: কয়েক দিন আগেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় হিসেবে প্রথম তো বটেই, মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টও তিনি৷ কমলার কৃতিত্বকে সম্মান জানাতে এক অভিনব রাস্তায় হাঁটছে ভারতের বিনোদন থিম পার্ক চেইন ওয়ান্ডারেলা৷
রবিবার অর্থাৎ আগামিকাল 'কমলা' নামের যে কোনও ব্যক্তিরই এই চেইন পার্কের যে কোনও পার্কে ঢুকতে একটি পয়সাও লাগবে না৷ শুধু সঙ্গে করে আনতে হবে নিজের পরিচয় পত্র৷ ওয়ান্ডারেলা এই মুহূর্তে কোচি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে রয়েছে৷ তারা শনিবার অর্থাৎ আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই ঘোষণা করেছে৷ পোস্টে তারা লিখেছে, "এই রবিবার সব কমলা জিতবে!"
View this post on Instagram
পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম ১০০ জন এই সুযোগ পাবেন৷ নামে 'কমলা', 'কমল' এবং ' কমলম' হতে হবে৷ এছাড়া অন্য কোনও নাম এই সুযোগের আওতায় আসবে না৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিজ্ঞাপনী প্রচারের প্রশংসা করেছেন৷ কেউ বা আবার সমালোচনা করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।