করোনা আবহে বিপুল লোকসানের মুখে রেস্তোরাঁর ব্যবসা ৷ সংক্রমণ এড়াতে বাইরে থেকে খাবার অর্ডার দিতে এড়িয়ে যাচ্ছেন সিংহভাগ জনতা ৷ এমন অবস্থায় ব্যবসা ধরতে অভিনব ফন্দি আঁটল এই সুশি রেস্তোরাঁ ৷ পেটের আগুন নেভাতে লোভনীয় খাবারের সঙ্গে বিনামূল্যে ক্রেতার চোখের সুখে ব্যবস্থার কথাও ভেবেছে রেস্তোরাঁটি ৷
হোম ডেলিভারির জন্য অর্ডার আসলে খাবার পৌঁছাতে বিনা পোশাকে ক্রেতার দরজায় পৌঁছে যাচ্ছেন রেস্তোরাঁর প্রতিনিধি ৷ দরজা খুলেই অর্ধনগ্ন হ্যান্ডসাম পুরুষদের দেখে আপ্লুত ক্রেতারাও ৷
রেস্তোরাঁটি এই বিশেষ পরিষেবার নাম রেখেছে ‘ডেলিভারি মাচো’ ৷ সুস্বাদু খাবারের সঙ্গে সঙ্গে দর্শন মিলবে সুদর্শন সুঠামদেহী পুরুষদেরও ৷ ডেলিভারি মাচো-এর স্বাদ নিতে শর্ত একটাই ৷ ন্যূনতম ৭০০০ ইয়েন অর্থাৎ ৬৬ ডলারের খাবার অর্ডার দিলেই খাবারের সঙ্গে সঙ্গে একজন হ্যান্ডসাম পুরুষ পৌঁছে যাবে ক্রেতার বাড়ি ৷
This sushi restaurant in Japan is using bodybuilders to deliver food to its customers https://t.co/sm7p9BVG5C pic.twitter.com/sIi5qLLSTj
— Reuters (@Reuters) September 5, 2020
Muscling in on the competition
— John McCarthy (@JohnDMC17) September 5, 2020
ব্যবসা বাড়াতে ডেলিভারি মাচো পরিষেবার বুদ্ধি মাথায় আসে শেফ মাসানোরি সুগিওরাওয়ের মাথায় ৷ ৪১ বছরের এই শেফ একজন বডিবিল্ডারও ৷ লকডাউনের জেরে রেস্তোরাঁর মতো বন্ধ ছিল জিমও ৷ কাজ হারিয়েছেন অনেক বডি বিল্ডার ৷ এরকমই কিছু বন্ধু বডি বিল্ডারদের ডেলিভারি মাচো-এর কাজে লাগানোর কথা ভাবেন সুগিওয়ারা ৷
What kind of a marketing strategy is it? Are they promoting sushi or the bodybuilders? Relatedness?
— Chathuri Pathmaperuma (@chathu_mc1991) September 5, 2020
যেমন ভাবা তেমন কাজ ৷ এই নয়া অফারের সৌজন্যে একধাক্কায় ব্যবসা অনেকটাই লাভের মুখ দেখেছে ৷ জাপান জুড়ে হইচই ফেলে দিয়েছে সুগিওয়ারার এই ডেলিভারি মাচো অফার ৷ মাস গেলে শুধু এই অফারের কারণে শেফ মাসানোরি সুগিওরাওয়ের রোজগার এখন ১.৫ মিলিয়ন ইয়েন।I’ll be ordering !
— Lisa (@maimou) September 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Food Offer