#বার্লিন: আসছে ভয়ঙ্কর দিন ৷ হ্যাঁ, এরকমই অশনি সংকেতের কথা জানিয়ে দিলেন জার্মানির ম্যাস্ক প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৷ বহুদিন ধরে চলা এক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সূর্যে চলা ক্রিয়াকলাপ নাকি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে ৷ এর ফলে নাকি ক্রমশ তেজ কমছে সূর্যের ৷ আর সূর্যের দ্রুত তেজ কমে যাওয়ায় বিপদ ডেকে আনতে চলেছে বলে মনে করছেন বিজ্ঞানীদের দল ৷
বিজ্ঞানের ভাষায় সূর্যের এই তেজ ঘাটতির নাম সোলার মিনিমাম ৷ এই ‘সোলার মিনিমাম’-এর প্রভাব পড়তে পারে পৃথিবীতেও। খরা, শীত, অগ্ন্যুত্পাত বা ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা বেড়ে যেতে পারে পৃথিবীতে। এই ‘সোলার মিনিমাম’-এর প্রভাবে ১৭৯০ থেকে ১৮৩০ সালের মধ্যে হওয়া ‘ডালটন মিনিমাম’ ফিরে আসতে পারে। যা কিনা বিশ্বকে মহাবিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দেবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: News, Solar, Solar surface, Sun