corona virus btn
corona virus btn
Loading

খোশ মেজাজে সোফায় বসে টপাটপ প্লেটভর্তি চেরিফল খাচ্ছে মিষ্টি প্রাণী, তীরের গতিতে ভাইরাল ভিডিও

খোশ মেজাজে সোফায় বসে টপাটপ প্লেটভর্তি চেরিফল খাচ্ছে মিষ্টি প্রাণী, তীরের গতিতে ভাইরাল ভিডিও

সুপার এক্সপ্রেস গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে

  • Share this:

দারুণ মজার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ একটি দারুণ ভিডিও প্রকাশ্যে এসেছে ৷ সেই ভিডিও নিমেষেই ছড়িয়েছে ৷ দেখতে পাওয়া যাচ্ছে রেকন নামক এক প্রাণী মনের আনন্দে বসে বসে একের পর এক চেরিফল খেয়ে যাচ্ছে ৷ আরাম করে সোফায় বসে রসিয়ে কষিয়ে খাচ্ছে চেরিফল ৷ এত মিষ্টি ভিডিও যে পুরোটা না দেখে কখনই চলে যাওয়া সম্ভবপর নয় ৷ বেশ কিছু চেরিফল রাখা ছিল থালায় একটির পর একটি মিষ্টি ভাবে খেয়ে এক মিষ্টি পরিবেশ তৈরি হয়েছে ৷

আসলে প্রাণীটি বিদেশি প্রাণী ৷ নাম রেকন অর্থাৎ এক ধরনের ছোট্ট লোমশ প্রাণী, এই প্রাণী ভালুক জাতীয় প্রাণীটিকে দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার এক প্রাণী ৷ এর আগেও অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তবে এই ধরনের ভিডিওটি বিশেষ আগে দেখা যায়নি যেখানে কোনও প্রাণী বসে পল খাচ্ছে একদম মানুষের মত ৷

এই ভিডিওটি ফেসবুকে আপলোড হতে না হতেই তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে ৷ সেই মিষ্টি ভিডির ভিউ ক্রমেই বাড়তে শুরু করেছে যা মোটেই সহজে বিশ্বাস করা সম্ভব হবেনা ৷

First published: November 29, 2019, 3:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर