#নয়াদিল্লি: ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর সফর নিয়ে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন হয়েছে দেদার৷ কিন্ত জানেন কি, যে গাড়িতে করে ট্রাম্প সফর করবেন সেই লিমুজিন গাড়িটিতে রয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থা৷ দেখে নিন ট্রাম্পের সেই গাড়ির অবাক করা সব তথ্য৷
ট্রাম্পের গাড়িটির নাম ‘দ্য বিস্ট’। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প যখনই বিদেশ ভ্রমণ করেছেন, তাঁর বিশেষ লিমুজিন গাড়ি কমপক্ষে অনেকগুলি গাড়ির একটি কনভয়তে চলে। এই গাড়িটি প্রেসিডেন্টের প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। এই গাড়িটি বিস্ফোরণ রোধী, রাসায়নিক আক্রমণ আটকাতে পারে৷ এককথায় সুরক্ষার জন্য নিখুঁত।
ড্রাইভারের আসনের বিশেষত্ব ...
ড্রাইভারের আসনে একটি উচ্চমানের কন্ট্রোল সিস্টেম রয়েছে। গাড়িতে রয়েছে জিপিএস। ড্রাইভার নিজেই একজন কমান্ডো, তাঁকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তিনি যেকোনও পরিস্থিতিতে গাড়ি চালাতে পারেন।
গাড়িটির পিছনে অনেকটা জায়গা রয়েছে৷ তিনি সেখানে ৬ বা ৭ জনের সঙ্গে বসতে পারেন৷ তবে প্রতিটি আসনটি কাচের চেম্বারে আলাদা করা যায়। প্রেসিডেন্ট চেম্বারগুলিতে গ্লাস আপ বাটন ব্যবহার করতে পারেন। ট্রাম্পের গাড়িটির কাঁচ বিশেষ প্রযুক্তিতে তৈরি৷ একটি নয়, সেই কাঁচের জানলায় রয়েছে মোট পাঁচটি স্তর৷ ফলে সেটি বুলেট প্রুফ৷ একবারে সেই কাঁচ অনেক ভারি অস্ত্র দিয়েও ভেদ করা প্রায় অসম্ভব৷
প্রেসিডেন্ট যে আসনে বসেন, সেখানে একটি স্যাটেলাইট ফোন রয়েছে৷ যার সাহায্যে পেন্টাগন এবং ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যখন খুশি কথা বলতে পারবেন তিনি। রয়েছে একটি প্যানিক বোতাম ও একটি অক্সিজেন সরবরাহ বোতামও।
এই গাড়ির দাম $1.5 মিলিয়ন, যার অর্থ ভারতীয় মুদ্রা অনুসারে প্রায় দশ কোটি টাকা৷ কিন্তু এই গাড়ির সমস্ত বৈশিষ্ট্য কোথাও উল্লেখ করা হয়নি৷ কারণ, নিরাপত্তা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Trump India Tour