Viral: সিংহেরা শিকার ছেড়ে লড়াইতে ব্যস্ত, সুযোগ বুঝে পালাল মহিষ !

Bangla Editor | News18 Bangla
Updated:Sep 03, 2019 12:54 PM IST
Viral: সিংহেরা শিকার ছেড়ে লড়াইতে ব্যস্ত, সুযোগ বুঝে পালাল মহিষ !
Bangla Editor | News18 Bangla
Updated:Sep 03, 2019 12:54 PM IST

#জোহানেসবার্গ: শিকার ছেড়ে নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত ৷ তাতে মহিষের প্রাণ বাঁচলেও মজার এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের ঘটনা ৷ ইন্ডিয়া ফরেস্ট সার্ভিসের এক অফিসার ভিডিওটি পোস্ট করেন নিজের ট্যুইটার হ্যান্ডলে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটা মহিষকে ঘিরে ধরেছে পাঁচটি সিংহ ৷ খাওয়ার ঠিক আগেই সিংহরা নিজেদের মধ্যে মারপিট শুরু করে ৷ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা ৷

লড়াইতে জড়িয়ে পড়ে পাঁচটি সিংহই ৷ আর সুযোগের সদ্ব্যবহার করতে যে সবাই পারে, এরপরের দৃশ্যেই তা স্পষ্ট ৷ সিংহগুলি যখন লড়াই করতে ব্যস্ত, তখন সুযোগ বুঝে পালিয়ে যায় মহিষটি ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷ তবে ভিডিওটি অনেক পুরনো বলেও দাবি করেছেন নেটিজেনরা ৷

First published: 12:54:15 PM Sep 03, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर