#ওয়াশিংটন:মার্কিন মুলুকে গণতন্ত্রের ধ্বজা ভূলুণ্ঠিত৷ আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা৷ বুধবার হাজার হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে গলা ফাটিয়ে ক্যাপিটল বিল্ডিংয়ে বলপূর্বক ঢুকে পড়ার চেষ্টা করলেন। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ওয়াশিংটন ডিসি৷ উত্তাল হয়ে উঠেছে আমেরিকা ৷
এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে এক বিক্ষোভকারীর হাতে ভারতের পতাকা৷ সাংবাদাকি আলেজান্দ্রো আলভারেজ এই ভিডিও ট্যুইট করেছেন বিজেপি নেতা বরুণ গান্ধি৷ তিনি লিখলেন, "এখানে কেন ভারতের পতাকা? এই লড়াইতে আমাদের একেবারেই অংশ নেওয়া উচিত নয়৷"
#NOW: The White House ellipse. Trump supporters are crowding into Constitution Ave. for a rally where the president is supposed to speak later.
This is the “March to Save America” — one of at least four pro-Trump events planned around today’s joint session of Congress. pic.twitter.com/HcrJKCZ6pQ
— Alejandro Alvarez (@aletweetsnews) January 6, 2021
Why is there an Indian flag there??? This is one fight we definitely don’t need to participate in... pic.twitter.com/1dP2KtgHvf
Whoever is waving this Indian flag should feel ashamed. Don’t use our tricolour to participate in such violent & criminal acts in another country. pic.twitter.com/CuBMkq9Siu
বৃহস্পতিবার জয়ের শংসাপত্র পাওয়ার কথা ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের। তারই আগে ক্যাপিটাল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের জোর করে ঢুকে পড়ার ঘটনা এককথায় বেনজির৷ গত কয়েক দশকে এই ঘটনার সাক্ষী থাকেনি আমেরিকা৷ ওয়াশিংটনে কার্যত লকডাউন জারি করতে বাধ্য হয়েছে মার্কিন পুলিশ। এখও পর্যন্ত পুলিশের গুলিতে একজনের মৃত্যুর খবরও এসেছে৷ আহত হয়েছেন বহু মানুষ৷
পুরো ঘটনার নিন্দা করেছে গোটা পৃথিবীর রাজনৈতিক মহল। বাইডেন দেশবাসীর উদ্দেশে লিখেছেন, "এটা আমেরিকার ছবি হতে পারে না। যারা একাজ করেছেন তাঁরা উগ্র। আমরা আইন মেনে চলব। গণতন্ত্রে এটাই নিয়ম।" বারাক ওবামা ঘটনাকে আমেরিকার লজ্জা বলে ব্যখ্যা করেছেন। ঘটনার তীব্র নিন্দা করেছন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও৷ নিন্দায় সরব ব্রিটিশ প্রধানমন্ত্রীও৷