• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ৪১ তলায় কাচের সুইমিং পুল, নামবেন নাকি ?

৪১ তলায় কাচের সুইমিং পুল, নামবেন নাকি ?

আপনি সাঁতার কাটছেন আর আপনার পায়ের পায়ের তলায় গোটা শহর ৷

আপনি সাঁতার কাটছেন আর আপনার পায়ের পায়ের তলায় গোটা শহর ৷

আপনি সাঁতার কাটছেন আর আপনার পায়ের পায়ের তলায় গোটা শহর ৷

 • Share this:

  #হিউস্টন: আপনি সাঁতার কাটছেন আর আপনার পায়ের পায়ের তলায় গোটা শহর ৷ নিচ থেকে চলছে গাড়ি, লোকজন ৷ আর আপনি ৪১ তলায় সাঁতার কেটেই যাচ্ছেন ! ভাবছেন ব্যাপারটা কি?

  গপ্পোটা হল, হিউস্টনের এক আবাসনে তৈরি হয়েছে এমনই এক সুইমিং পুল ৷ যা কিনা ৪১ তলায় ! তাও আবার কাচের তৈরি ৷ তবে সুইমিং পুলটা একেবারে ঝুলন্ত নয়, পুলের ১০ ফুট অংশই ঝুলন্ত ৷ আর সেই ১০ ফুট অংশে গেলেই আপনার পায়ের তলায় স্পষ্ট হয়ে উঠবে গোটা শহর ৷

  এই আবাসিকের আধিকারিক জানিয়েছে, আট ইঞ্চি পুরু উন্নতমানের কাচ দিয়েই তৈরি হয়েছে এই সুইমিং পুল ৷ তাই ভেঙে পড়ার চান্স নেই বললেই চলে ৷ তবে অনেকেই ঝুলন্ত অংশে যেতে ভয় পাচ্ছেন ৷ কারণ স্নান করার সময় গোটা শহরকে পায়ের নিচে দেখে অনেকেই ভেশ ভিত৷ তবে এরকম সুইমিং পুল বিশ্বে এই প্রথম নয়, সিঙ্গাপুরের মেরিনা বি-তেও রয়েছে এরকমই কাচের ঝুলন্ত সুইমিং পুল !

  First published: