#ব্যাঙ্কক: ঘটনাটি বিশদে জানলে, রীতিমতো শিউড়ে উঠতে হয় ৷ বাথরুমে ঢুকে এরকম ঘটলে, রীতিমতো ভয়ই লাগে ৷ কিন্তু তারপর মহিলা যা করলেন, তা কিন্তু সবার দ্বারা করা সম্ভব নয় ৷
ব্যাপারটা একটু বিশদে বলা যাক ৷ থাইল্যান্ডে এরকমই এক ঘটনা নজরে এসেছে ৷ খবর অনুযায়ী, থাইল্যান্ডের এক মহিলা স্নান করতে ঢুকেছিলেন বাথরুমে ৷ মন দিয়ে স্নান করছিলেন ৷ হঠাৎই দেখলেন সামনে এক মস্ত বড
<সাপ ! চমকে উঠলেন মহিলা ৷ সাপটি দুম করে তেড়ে এসে কামড়ে দিলেন মহিলার পায়ে ৷ কিন্তু মহিলা থামলেন না ৷ হাতের সামনে হাতুড়ি, ছুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করতে লাগলেন সাপকে ৷ ব্যস, সাপটি তৎক্ষণাৎ মৃতু বরণ করল ৷জানা গিয়েছে, মহিলাকে এরপর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি এখন সুস্থই আছেন ৷ মৃত সাপের ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন মহিলাটির মেয়ে !
দেখুন সেই মৃত সাপের ছবি---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।