• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • THAI MAN WHO TRIES TO ROB FALLS ASLEEP AT THAT HOUSE WHAT HAPPENED NEXT IS HILARIOUS DD

যে বাড়িতে ডাকাতি করতে এসেছিল সেখানেই ঘুমিয়ে পড়ল ডাকাত! তারপর যা হল...

Thai man falls asleep at house he was trying to rob- Photo Courtesy-

এরকম ঘটনা শুনেছেন কখনও...

 • Share this:

  #ব্যাঙ্কক: কতরকমের কত কী না ঘটে- আজব বললে আজব কিম্বা হাসির ভাবলে নিছক হাসির৷ থাইল্যান্ডের একটি বাড়িতে ডাকাতি করতে এসেছিল এক ডাকাত৷ সেই ডাকাতি করতে আসা বাড়িতেই ঘুমিয়ে পড়ে খোদ ডাকাত!

  থাইরাত -র একটি স্থানীয় নিউজ প্রকাশন সংস্থার প্রকাশিত খবর অনুযায়ি এই অদ্ভুত ঘটনা ঘটে মার্চ মাসের ২২ তারিখ৷ Phetchabun  সেন্ট্রাল প্রভিন্সের এক ঘরের মালিক ঘুম থেকে উঠে চমকে ওঠেন এক অজানা এক ব্যক্তিকে ঘরে ঘুমতো দেখেন৷ তার বাড়ির একটি বেডরুমে ঘুমিয়েছিল সেই অজানা ব্যক্তি৷ Wichian Buri District -র পুলিশ স্টেশনে খবর পাঠান ওই বাড়ির মালিক৷

  সেখান থেকে পুলিশ এসে ওই ব্যক্তিকে ঘুম থেকে তোলে৷ সেই ব্যক্তি হতচকিত হয়ে পড়ে সে বুঝে যায় যে বাড়িতে ডাকাতি করতে এসেছিল সেই বাড়িতেই বিছানায় ঘুমিয়ে পড়েছিল সে৷ ডাকাতি করতে আসা যুবক ২২ বছরের আতিথ কিন৷ এই এলাকায় ডাকাতি করার আগে সে এই এলাকায় আগেই খোঁজখবর করে গিয়েছিল৷ এই ডাকাতি বাড়িটিতে রাত ২ টা সে প্রবেশ করে৷ কিন্তু সে ভীষণ ক্লান্ত ছিল৷ বাড়িতে এসি চালিয়ে  সে ক্লান্তি কাটাতে সামাণ্য অবসর কাটাবে স্থির করে ঘুমিয়ে পড়ে৷

  Thai man falls asleep at house he was trying to rob- Photo Courtesy- Facebook/tnewssurin Thai man falls asleep at house he was trying to rob- Photo Courtesy-
  Facebook/tnewssurin

  তার ছোট্ট ঘুম একেবারে বিশাল ঘুমে পরিণত হয়ে যায়৷ সেদিন সকালে যার বাড়ি সেই ভদ্রলোক ঘুম থেকে উঠে দেখে তার মেয়ের ঘরে এসি চালু রয়েছে৷ এটা দেখেই সে চমকে ওঠে৷ কারণ সেই রাতে তার মেয়ে বাড়িতে ছিল না৷ মেয়ের কম্বল সরিয়ে দেখতে পায় তার নিচে একটা অচেনা লোক ঘুমিয়ে রয়েছে৷

  পুলিশ আধিকারিক এসে চিৎকার করলে তখন সে ঘুম থেকে ওঠে৷ ঘুম থেকে উঠে সে হতচকিত হয়ে যায়৷ পুলিশ আরও লোক সঙ্গে নিয়ে এসেছিল৷ তারপর তাকে হাতকড়া পরিয়ে দেওয়া হয়৷ জীবনের তার চরমতম খারাপ ডাকাতি এই ব্যক্তির৷

  Published by:Debalina Datta
  First published: