হোম /খবর /বিদেশ /
করোনা যুদ্ধের মাঝেই সন্ত্রাসের ঝুঁকি ! বিশ্বজুড়ে জঙ্গি হানার সতর্কতা

করোনা যুদ্ধের মাঝেই সন্ত্রাসের ঝুঁকি ! বিশ্বজুড়ে জঙ্গি হানার সতর্কতা রাষ্ট্রসংঘের

মানুষের দুর্বলতার সুযোগ নিয়েই হানা দিতে পারে সন্ত্রাস

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: সারা পৃথিবী এই মুহূর্তে সব থেকে বড় যুদ্ধের মুখোমুখি হয়েছে ৷ সেই যুদ্ধের পরিণতি যাইহোক না কেন সবাই এখনও পর্যন্ত দাঁতে দাঁতে চেপে চালিয়ে যাচ্ছে লড়াই ৷ প্রতিদিনই একটি ভয় তাড়া করে বেড়াচ্ছে ৷ সেই ভয় হল মরার ভয় ৷ সারা পৃথিবীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি ৷ আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের দেশে ৷

শুধুই আমেরিকা নয় ইতালি, ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশ রয়েছে এই তালিকায় ৷ এই করোনা আতঙ্কের মাঝেই রাষ্ট্র সংঘের সতর্কতা যেন আরও খাদের কিনারায় পৌঁছে দিয়েছে ৷ করোনা যুদ্ধের মাঝেই সুযোগের সন্ধান নিয়ে বড়সড় নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ বিশ্বজুড়ে জৈব সন্ত্রাসের আশঙ্কা বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে ৷ অন্তত এমনটাই জানা গিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিবের একটি ভবিষ্যদ্বাণীর থেকেই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসে জানিয়েছেন করোনার যখন বিধ্বস্ত মানব সমাজ ঠিক তখনই বড়সড় সুযোগ নিতে পারে জঙ্গিগোষ্ঠীরা ৷

প্রত্যেকের দুর্বলতার সুযোগ নেবে জঙ্গিরা, বিশেষত জঙ্গিগোষ্ঠীরা অস্ত্রশস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে এমন কাণ্ড ঘটাতে পারে বলেই ধারণা করা হয়েছে ৷ এই নিয়েই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকের পর বৈঠক করছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19