হোম /খবর /বিদেশ /
কাশি হয়েছিল, তাই ওই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি হামলার মামলা দায়ের করা হল

কাশি হয়েছিল, তাই ওই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি হামলার মামলা দায়ের করা হল

অভিযুক্ত ব্যক্তির নাম জর্জ ফাল্কন ৷ বয়স প্রায় ৫০ বছর ৷ আতঙ্কি হামলার সম্ভাবনার পাশাপাশি আরও একাধিক মামলা দায়ের করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নিউইর্য়ক: করোনা ভাইরাসের জেরে আতঙ্কে কাঁপছে গোটা দেশ ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কারোর কাশি হলে সেটা একটি বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে ৷ সম্প্রতি এক ব্যক্তি সুপারমার্কেটের কর্মচারীর উপর কেশে ফেলেছিলেন ৷ তাই তার থেকে আতঙ্কি হামলার ঝুঁকি রয়েছে বলে মামলা দায়ের করা হয়েছে ৷

আমেরিকার নিউজার্সি শহরের এক ব্যক্তির উপর আতঙ্কি হামলার মামলা কেবল এই জন্য দায়ের করা হয়েছে যে তিনি সুপারমার্কেটে গিয়ে এক কর্মচারীর সামনে কেশে ফেলেছিলেন ৷ কাশি হওয়ার পর তিনি জানান যে করোনা ভাইরাসে আক্রান্ত তিনি ৷ এরপর প্রশাসন ওই ব্যক্তির উপর আতঙ্কি হামলার ঝুঁকি রয়েছে বলে মামলা দায়ের করেছে ৷

অভিযুক্ত ব্যক্তির নাম জর্জ ফাল্কন ৷ বয়স প্রায় ৫০ বছর ৷ আতঙ্কি হামলার সম্ভাবনার পাশাপাশি আরও একাধিক মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত জর্জ অবশ্য তাঁর উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ফেসবুকে মেসেজ পোস্ট করেছে ৷ তিনি জানান, না তো উনি করোনা ভাইরাসে আক্রান্ত আর না তিনি অন্য কারোর উপর কেশেছেন ৷

জানা গিয়েছে, রবিবার সুপারমার্কেটে খাওয়ার জিনিপত্রের সামনে দাঁড়িয়েছিলেন ৷ সেখানের এক কর্মচারী তাকে দূরে সরে দাঁড়াতে বললে তিনি সেই কর্মচারীর দিকে ঝুঁকে পড়ে কেশে দেন ৷ এবং পরে নিজেকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে দাবি করেন ৷

এখনও পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসের ৫০ হাজার মামলা সামনে এসেছে ৷ এর জেরে মৃত্যু হয়েছে ৬৪০ জনের ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona Virus, COVID-19, Man Found Coughing, Terror Charges