#বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উদ্দেশ্যে যাত্রা করছিল Aer Lingus-এর একটি যাত্রীবাহী বিমান ৷ হঠাৎই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি ৷ প্রবল ঝাঁকুনিতে বিমান দুলতেও থাকে ৷ এমন ঘটনা নতুন কিছুই নয় ৷ বিমানযাত্রার সময় অনেকসময়েই খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয় যাত্রী এবং বিমানকর্মীদের ৷ কিন্তু এবার মাঝ-আকাশেই ঘটল বিপত্তি ৷ বিমানের ওপর আছড়ে পড়ল বজ্রবিদ্যুত ৷ যে দৃশ্য বার্মিংহ্যামের এক বাসিন্দার সিকিউরিটি ক্যামেরায় ধরাও পড়ে ৷ ভিডিওটি প্রকাশ্যে আসতেই সবার চোখ কপালে উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল ! ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, বিমানটিতে বাজ পড়ায় ওলোট-পালোট হতে থাকে। এরপরই বিমানের ওপর বজ্রপাত পড়ার তীব্র শব্দ শোনা যায়। পরে বিমানযাত্রীরা জানান, অলৌকিকভাবে বিমান এবং যাত্রীরা এ যাত্রায় বেঁচে যান। দেখে নিন সেই ভয়াবহ ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aer Lingus, Lightning