হোম /খবর /বিদেশ /
মাটি খুঁড়ে পেলেন বহুমূল্য রত্ন!‌ ‌একরাতে কোটি কোটি টাকার মালিক এই খনি শ্রমিক

মাটি খুঁড়ে পেলেন বহুমূল্য রত্ন!‌ ‌একরাতে কোটি কোটি টাকার মালিক এই খনি শ্রমিক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একটি পাথরের ওজন ৯.‌২৭ কেজি ও অন্যটির ওজন ৫.‌১০৩ কেজি।

  • Share this:

#‌তানজানিয়া:‌একেই বলে কপাল!‌ না হলে একরাতের মধ্যে সরকারের থেকে সোজা পথে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলারের বেশি পেতে পারেন কোনও সামান্য খনি শ্রমিক?‌ তানজানিয়ায় ঘটেছে এমন এক অদ্ভুত ঘটনা।

বুধবার এই আশ্চর্য ঘটনা ঘটেছে তানজানিয়ায়। ওই খনি শ্রমিক একটি বিশেষ ধরনের নীল ও বেগুনী রঙের বহুমূল্য রত্ন উদ্ধার করেছেন, যাঁর আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে। আর সেই কারণেই সরকার সেই খনি শ্রমিকের থেকে ৭.‌৭৪ বিলিয়ন তানজানিয়ান শিলিংয়ে সেই সম্পদ কিনে নিয়েছে। সানিনিও লেইজার নামে এই খনি শ্রমিক দেশের উত্তরে খনিতে কাজ করেন। যে খনির চারিদিকে থাকে কড়া পাহারা যাতে কেউ চোরাপাচার করতে না পারে।

সেখানেই সেই শ্রমিক দুটি খণ্ডে বহুমূল্য পাথর পেয়েছেন। একটি পাথরের ওজন ৯.‌২৭ কেজি ও অন্যটির ওজন ৫.‌১০৩ কেজি। তানজানিয়া সরকারের খনি মন্ত্রকের পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয়েছে। তানজানিয়ার এই ধরনের বহুমূল্য রত্ন কেবলমাত্র দেশের উতরাংশেই পাওয়া যায়। সরকার বলেছে, এই দেশে খনি থেকে রত্ন তোলার ইতিহাসে এত বড় মাপের কোনও রত্নের সন্ধান এর আগে পাওয়া যায়নি।

 
Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Tanzania, Viral News