কাবুল: আফগানিস্তানে কি তালিবানি শাসন পুনরায় ফিরে আসছে ? সেদেশের সাধারণ মানুষের মনে এখন এটাই আতঙ্ক ৷ আমেরিকান সেনারা আফগানিস্তান ছেড়ে দেশে ফেরা শুরু করতেই আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নিজেদের শক্তি বাড়াচ্ছে তালিবানরা ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানীও নিজেদের দখলে নিয়েছে কট্টরপন্থী তালিবানরা ৷ যা ভয় আরও বাড়িয়েছে ৷ সম্প্রতি এক মহিলাকে নির্মমভাবে হত্যা করারও ঘটনা সামনে এসেছে ৷ খুন হওয়া ওই মহিলার ‘অপরাধ’ ছিল, তিনি গায়ের সঙ্গে সেঁটে থাকা পোশাক পরেছিলেন !
আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে। মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন নাজনিন নামের ওই মহিলা ৷ পাশাপাশি বাড়ির কোনও পুরুষ সদস্যকে ছাড়াই রাস্তায় বেরিয়েছিলেন তিনি ৷ যা মোটেই ভালো চোখে দেখেনি তালিবানরা ৷ প্রকাশ্যেই রাস্তায় গুলি করে মারা হয় ওই মহিলাকে ৷ বোরখা পরে বেরিয়েও শান্তি নেই ৷ গায়ের সঙ্গে কেন সেঁটে আছে পোশাক ? এই ‘অপরাধ’-এ খুন হতে হল ওই মহিলাকে ৷ তালিবানদের পক্ষ থেকে অবশ্য এই হত্যার ঘটনা অস্বীকার করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Taliban