#কাবুল: শেষ পর্যন্ত কি পঞ্জশির দখল করে ফেলল তালিবানরা? সোমবার তালিবানদের তরফে এমনই দাবি করা হয়েছে৷ আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের তরফেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে৷ এমন কি, চিনের বিভিন্ন সংবাদমাধ্যমও তালিবানদের পঞ্জশির দখলের খবর ফলাও করে প্রকাশ করা হয়েছে৷
যদিও পঞ্জশির এখনও পুরোপুরি হাতছাড়া হয়েছে বলে মানতে রাজি নন তালিবান বিরোধী নেতা প্রয়াত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ৷ এ দিনও তালিবানি শাসনের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আফগানিস্তানের মানুষের কাছে আবেদন করেছেন মাসুদ৷ তাঁর আরও দাবি, পঞ্জশির পার্বত্য এলাকায় বিভিন্ন কৌশলগত ভাবে সুবিধাজনক জায়গাগুলি নর্দান অ্যালায়েন্সের বাহিনীর দখলেই রয়েছে৷ যদিও আফগানিস্তানের স্বঘোষিত উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ তাজিকিস্তানে গা ঢাকা দিয়েছেন বলে খবর৷
এতদিন গোটা আফগানিস্তানে দখল করে ফেললেও পঞ্জশিরে গিয়ে থমকে গিয়েছিল তালিবান যোদ্ধারা৷ এ দিন অবশ্য তালিবানদের তরফে পঞ্জশির দখল করার জোরালো দাবি করা হয়েছে৷ এমন কি, পঞ্জশিরে তালিবানরা নিজেদের পতাকা তুলছে, এমন ভিডিও-ও সামনে এসেছে৷ তালিবানদের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'এই জয়ের সঙ্গে সঙ্গেই আমাদের দেশ যুদ্ধের কবল থেকে মুক্ত হল৷'
পঞ্জশির শেষ পর্যন্ত সত্যিই দখলে চলে এলে এবার আফগানিস্তানে তালিবান সরকার গঠনেও গতি আসবে বলেই মনে করা হচ্ছে৷ গত ৩১ অগাস্ট আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল৷ তার পরেও পঞ্জশির গলার কাঁটার মতো বিঁধে ছিল তালিবানদের কাছে৷ তালিবানদের তরফে দাবি করা হয়েছে, চিন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, ইরানের মতো দেশগুলি নতুন তালিবান সরকারের পাশে থাকবে৷ তালিবান সরকারের শপথেও এই দেশগুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেই খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Taliban