• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত ২, আহত ১

সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত ২, আহত ১

 সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ আহত হয়েছেন ১জন ৷

সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ আহত হয়েছেন ১জন ৷

সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ আহত হয়েছেন ১জন ৷

 • Share this:

  #বাসেল: সুইজারল্যান্ডের কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ আহত হয়েছেন ১জন ৷ বৃহস্পতিবার স্থানীয় সময়রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের বাসেলের একটি ক্যাফেতে । পুলিশ জানিয়েছে, ‘দু’জন আততায়ী Cafe 56-এ ঢুকে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে ৷ এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় আততায়ীরা। গুলিতে মৃত্যু হয়েছে দু’জন গ্রাহক ৷ আহতের সংখ্যা ১ ৷ আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা ৷’ এই হামলার পিছনে কে ছিল? বা তাদের উদ্দেশ্যে কী ছিল তা এখনও জানা যায়নি ৷ কারোর কাছে এই বিষয়ে কোনও তথ্য থাকলে সেই বিষয়ে পুলিশকে জানানোর আর্জি জানানো হয়েছে ৷ বন্দুকবাজদের খোজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ নিয়ম অনুযায়ী, সুইজারল্যান্ডে সেনা জওয়ান ছাড়া বাড়িতে বন্দুক রাখার অনুমতি আর কাউকে দেওয়া হয় না। সে ক্ষেত্রে এই দুই ব্যক্তির কাছে কীভাবে বন্দুক এল সে নিয়ে প্রশ্ন উঠেছে ৷

  First published: