corona virus btn
corona virus btn
Loading

আসছে নতুন আইন, যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার জন্য ছুটি দেবে অফিস !

আসছে নতুন আইন, যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার জন্য ছুটি দেবে অফিস !

শিরোনাম পড়েই উত্তেজনা দেখাবেন না ৷ বরং ডিটেল পড়ুন ৷ এই আইন আমাদের দেশে নয়, বরং সুইডেনের সরকারই তাঁদের দেশে আনতে চলেছে এই আইন ৷

  • Share this:

#স্টকহোম: শিরোনাম পড়েই উত্তেজনা দেখাবেন না ৷ বরং ডিটেল পড়ুন ৷ এই আইন আমাদের দেশে নয়, বরং সুইডেনের সরকারই তাঁদের দেশে আনতে চলেছে এই আইন ৷ যেখানে যেকোনও মানুষ অফিস থেকে কয়েক ঘণ্টার ব্রেক নিয়ে বাড়িতে গিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন নিজের পার্টনারের সঙ্গে !

ভাবছেন এ আবার কেমন নিয়ম ? কেমনতর আইন? সুইডেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে, এ দেশে ব্রেক আপ, ডির্ভোসের সংখ্যা বেড়েই চলেছে ৷ যা কোনও দেশের ক্ষেত্রে মোটেই ভালো নয় ৷ এই ট্রেন্ড বদলে দিতেই এই নতুন আইন আনতে চলেছে সুইডেন সরকার ৷

কাজের ব্যস্ততায় অনেকেই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে সময় দিতে পারছে না ৷ যার ফলে মানসিক দিক থেকেই চাপ বাড়ছে মানুষের ৷ এই চাপ কমাতেই, এই ধরণের আইনের প্রস্তাব আনা হয়েছে সুইডেনে ৷ এই আইনের প্রস্তাব অনুযায়ী, কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে যৌনসঙ্গমে লিপ্ত হতে পারেন ৷ আর এ ব্যাপারে অফিসই আপনাকে ব্যবস্থা করে দেবে ছুটির !

First published: February 22, 2017, 2:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर