• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ভরদুপুরে তিন ঘণ্টার জন্য আকাশ থেকে উধাও সূর্য!

ভরদুপুরে তিন ঘণ্টার জন্য আকাশ থেকে উধাও সূর্য!

সেদিনের ঘটনার ছবি ৷ সংগৃহীত ৷

সেদিনের ঘটনার ছবি ৷ সংগৃহীত ৷

 • Share this:

  #নভোসিবিরিস্ক: ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’৷ এই ঘটনা পড়ার পর থেকে বারবার সদ্য প্রয়াত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে ৷ এমন দিন হয়তো অনেকেই দেখেননি আগে ৷ রাতের অন্ধকারকেও হার মানাবে এমন দিনের সাক্ষী থাকলেন সাইবেরিয়ার একটা অংশের মানুষ ৷

  কিন্তু কেন? বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ‘আইএফএলসায়েন্স’-এ প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে সাইবেরিয়ার ইয়াকুতিয়া বা সাখার ইভেনো-ব্যাতান্তাইস্কি ও ঝিঙ্গাস্কি নামের দু’টি জেলায় এমনই ঘটনা ঘটেছে। সকাল এগারোটা নাগাদ আচমকাই আকাশ থেকে অদৃশ্য হয়ে যায় সূর্য! নেমে আসে অন্ধকার। এমন অবস্থা ছিল প্রায় ৩ ঘণ্টা। এখানে দিন-রাতের হিসেব আমাদের মতো নয়। শীতকালে তারা দিনে মাত্র দুই ঘণ্টা সুর্যের আলো পায়। আবার গরমকালে পুরো ২৪ ঘণ্টাও সূর্যের আলো থাকে। ২০ জুলাই, শুক্রবার ইভেনো-বাইতানতাইস্কি এবং ঝিগাংস্কি এই দুই জেলার মানুষ দেখে, দুপুরে তিন ঘণ্টার জন্য উধাও হয়ে গেল সুর্য।

  ‘দি সাইবেরিয়ান টাইমস’কে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘সূর্যের আলো চলে গিয়েছিল বেলা ১১টার দিকে, এরপর ২টা পর্যন্ত তার কোনও খবর নেই। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, টর্চ নিয়ে বাইরে যেতে হল। ভয়ে কেউই ঘর থেকে বের হচ্ছিলাম না, মনে হচ্ছিল বুকের ওপর ভয়ের পাথর চেপে আছে।’’ সূর্য ওঠার পর দেখা যায়, পুরো এলাকা ভারী ধুলোয় ঢেকে আছে। কারণ হিসেবে বলা হয়, সাইবেরিয়ার অন্যত্র দাবানল লেগে গিয়েছে। এর ছাইতেই ছেয়ে গিয়েছিল আকাশ। ওই দাবানল এত বড় জায়গা জুড়ে পুড়ছে যে তা কানাডা পর্যন্ত পৌঁছে যায়। অনেকেই অবশ্য এত সাধারণ ব্যাখ্যা মানতে নারাজ। স্থানীয়রা অদ্ভুত সব ব্যাখ্যা দেয় এ ঘটনার। কেউ বলে এটা ছিল একটা মহাকাশযান, কেউ বলে হুট করে সূর্যগ্রহণ হয়েছে ৷

  First published: