#ম্যাঞ্চেস্টার: বিমানে যাত্রা করার সময় মাঝআকাশে প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হলেন এক কাপল ৷ ম্যাঞ্চেস্টার থেকে রায়ানিয়ার এয়ারলাইন্সের বিমানটি ইবিজা যাচ্ছিল । যাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না ৷ আর সেখানে আচমকা এই কাপলের দৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যায় বাকি যাত্রীরা ৷ কিন্তু তার কোনও তোয়াক্কাই করেনি এই যুগল ৷ অ
এই ঘটনার সাক্ষী যাত্রীরা তো ছিলেনই ৷ পাশাপাশি বিমানে তাদের যৌনমিলনের ঘটনা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছাড়কেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে ৷
অভিযোগ জানালেও বিমান সেবিকারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বাকি যাত্রীদের ৷
জানা গিয়েছে, সন্ধে ৮টা ২০ মিনিটে ছাড়ে বিমানটি ৷ ওই যুগল মদ্যপ অবস্থায় বিমানে ওঠে বলে অনুমান করা হচ্ছে ৷ বিমানের এক যাত্রী কেইরান উইলিয়ামস জানান, প্রথমে তাদরে এই নিয়ে কথা বলছিলেন ৷ কিন্তু তারা যে সত্যি সত্যি সেখানে সঙ্গমে লিপ্ত হবেন, এমনটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি ৷
এমনকী চিৎকার করে জিজ্ঞাসা করে যে কারোর কাছে কন্ডোম আছে কিনা ৷ কোনও উত্তর না পেয়ে মেতে ওঠেন শারীরিক চাহিদা মেটাতে ৷ তাদের পাশেই বসেছিলেন এক মহিলা ৷ তিনি ওই যুগলের অবস্থা থেকে সেখান থেকে সরে যেতে বলেন ৷ কিন্তু তারা কথা না শুনে সেখানেই সঙ্গমে লিপ্ত হন ৷
তবে বিমান কর্মীরা সব দেখেও তাদের বাধা দেয়নি বলে অভিযোগ জানিয়েছে হাকি যাত্রীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Couple Engaged in Love making in flight, Manchester to Ibiza flight, Ryanair passengers, Ryanair passengers stare open-mouthed as couple romp on Manchester to Ibiza flight