#ব্রিটেন: অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এর কার্যকারিতা প্রায় ৭০শতাংশ৷ যদিও ৫৫বছরের বেশি ব্যাক্তিদের উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে । ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে৷ মেডিসিন জার্নাল দ্য ল্যানসেটে মঙ্গলবার এটি প্রকাশিত হয়। করোনা মহামারিতে এই সফলতার বড় ধরনের প্রভাব থাকবে বলে মনে করছেন গবেষকরা
অক্সফোর্ড ভ্যাকসিনের বিজ্ঞানীরা ভ্যাকসিনের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন৷ তাদের প্রত্যাশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে ভ্যাকসিনটি ব্যবহার করার অনুমতি মিলবে। পরীক্ষার জানা গেছে, এটি ৭০.৪ শতাংশ কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ সংস্থার কাছে পরীক্ষার ফলাফলের তথ্য পাঠানো হয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান তদন্ত কর্মকর্তা অধ্যাপক অ্যান্ড্রিউ পোলার্ড বলেন, ভ্যাকসিনটি নিরাপদ ও এর কার্যকারিতাও ভালো৷ তিনি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই সাফল্যের আশায় গত আট মাস ধরে কাজ করেছেন তারা।
জানা গেছে, এই ভ্যাকসিনটির উৎপাদন খরচ কম এবং অল্প ব্যয়ে বিপুল সংখ্যক ডোজ উৎপাদন করা যাবে। পোলার্ড মনে করেন , এই ভ্যাকসিন মহামারীতে বড় প্রভাব ফেলবে৷ লন্ডনে অ্যাসোসিয়েটেড প্রেস লেখিক মারিয়া চেং এবং ড্যানিকা কিরকা এই প্রতিবেদনে যুক্ত ছিলেন। তবে অক্সফোর্ড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। এছাড়া ভ্যাকসিনটিতে রোগ-প্রতিরোধ ক্ষমতা কতদিন টিকে থাকবে তা নিয়ে আলোচনা চলছে। Simli Dasgupta