corona virus btn
corona virus btn
Loading

যৌন সম্পর্কের কথা চেপে রাখতে বলেছিলেন ট্রাম্প, বিস্ফোরক পর্ন স্টার

যৌন সম্পর্কের কথা চেপে রাখতে বলেছিলেন ট্রাম্প, বিস্ফোরক পর্ন স্টার
Photo: Stormy Daniels

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প সংগঠনের কাছ থেকে তাঁর কাছে পৌঁছে গিয়েছিল ১,৩০,০০০ মার্কিন ডলার ৷ কারণ একটাই ৷

  • Share this:

#নয়াদিল্লি: প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প সংগঠনের কাছ থেকে তাঁর কাছে পৌঁছে গিয়েছিল ১,৩০,০০০ মার্কিন ডলার ৷ কারণ একটাই ৷ যেন কোনওভাবে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে না আসে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি তুলেছেন স্টর্মি ৷

আরও পড়ুন: বিধ্বংসী আগুন রাশিয়ায় শপিং মলে, দগ্ধ ৩৭, আটক শিশুসহ বহু

ওই সাক্ষাৎকারে স্টর্মি বলেন, তাঁর সঙ্গে শারিরীক সম্পর্ক ছিল ট্রাম্পের ৷ প্রথমে তা নিয়ে তেমন চিন্তিত না থাকলেও ঘটনা মোড় নেয় ২০১১-র নির্বাচনের আগে ৷ সে সময় ১৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কথা একটি ম্যাগাজিনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টর্মি ৷ কোনওভাবে সে ঘটনা হবু প্রেসিডেন্টের কানে পৌঁছয় ৷ এরপর থেকেই শুরু হয় হুমকি ৷

এমনই একদিনের কথা সাক্ষাৎকারে বলেছেন স্টর্মি ৷ একদিন মেয়েকে নিয়ে পার্কিং লট থেকে বেড়চ্ছিলেন তিনি ৷ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় লোক এসে তাঁকে বলে, ট্রাম্পকে ভুলে যেতে ৷ অতীতের সবকিছু ভুলে যেতে ৷ এমনকী তাঁর মেয়েকে দেখিয়ে বলা হয়, ও খুব সুন্দর ৷ মা না থাকলে বাচ্চার কষ্ট হবে ৷

আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক, চিন যেন তুতো ভাই’

স্টর্মির এই বিস্ফোরক সাক্ষাৎকারের পরে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্পের তরফে ৷ তবে ট্রাম্পের অ্যাটর্নি মাইকেল কোহেন ড্যানিয়েলসের সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ট্রাম্পের সঙ্গে স্টর্মির কোনও সম্পর্ক হয়নি। ট্রাম্পের সংগঠন থেকেও কোনও টাকা দেওয়া হয়নি। এই টাকা নিজের পকেট থেকেই দিয়েছিলেন ট্রাম্প ৷ অন্যদিকে, স্টর্মির আইনজীবী বলেছেন, তাঁদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে ৷

আরও পড়ুন: ছেলের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় আফগানিস্তানে ভিটে ছাড়া পরিবার!

First published: March 26, 2018, 12:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर