#কলম্বো: ইস্তফা না দিয়েই মলদ্বীেপ পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে৷ এর পরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজধানী কলম্বো৷ প্রেসিডেন্ট ইস্তফা না দেওয়ায় এ দিন সকাল থেকে ফের কলম্বোর রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ৷
প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও জড়ো হন বিক্ষোভকারীরা৷ বিক্ষোভকারীদের হঠাতে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ এবং সেনা৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেই এই ঘোষণা করা হয়৷
আরও পড়ুন: শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে মলদ্বীপে পালাতে সাহায্য করেছে ভারত? কী জানাল ভারতীয় হাইকমিশন?
এ দিনই ইস্তফা দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের৷ কিন্তু ইস্তফা না দিয়েই গতরাতে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছন িতনি৷ এই খবর ছড়িয়ে পড়তেই ফের পথে নামেন বিক্ষোভকারীরা৷ রাজাপক্ষের ইস্তফাপত্র তিনি পাননি বলে জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার৷
#WATCH Military personnel use tear gas shells to disperse protestors who scaled the wall to enter Sri Lankan PM's residence in Colombo pic.twitter.com/SdZWWRMwTn
— ANI (@ANI) July 13, 2022
শ্রীলঙ্কার অচলাবস্থার জন্য দেশের প্রেসিডেন্টের দিকেই আঙুল তুলছেন সাধারণ মানুষ৷ গোটাবায়া ইস্তফা দিলে তাঁর বদলে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালানোর কথা দেশের প্রধানমন্ত্রীর৷ এর পর সংসদ সদস্যদের মধ্যে থেকে কাউকে নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার কথা৷
কিন্তু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল উইক্রিমেসিঙ্গে গত ৯ জুলাই জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন৷ তাঁর জায়গায় একজন সর্বদলীয় প্রার্থীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন উইক্রিমেসিঙ্গে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sri Lanka