• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ভেবেছিলেন ট্রেলর আপলোড করেছেন, কিন্তু উঠে গেল গোটা ছবিই!

ভেবেছিলেন ট্রেলর আপলোড করেছেন, কিন্তু উঠে গেল গোটা ছবিই!

Photo Courtesy : YouTube

Photo Courtesy : YouTube

ট্রেলারের বদলে পুরো ছবিই আপলোড হল ইউটিউবে! আন্তর্জাতিক একটি প্রোডাকশন হাউজ ভুল করে এমন করে ফেলেছিল বলেই জানা গিয়েছে ৷

 • Share this:

  #মুম্বই: ট্রেলারের বদলে পুরো ছবিই আপলোড হল ইউটিউবে! আন্তর্জাতিক একটি প্রোডাকশন হাউজ, সোনি পিকচার্স, ভুল করে এমন করে ফেলেছিল বলেই জানা গিয়েছে ৷ ২-৩ মিনিটের ট্রেলারের বদলে গোটা ৯০ মিনিটের ছবি তুলে দেওয়া হয় ইউটিউবে ৷ ছবিটির নাম খালি দ্যা কিলার ৷

  আরও পড়ুন ৫০ পাউন্ডের জটিল সিস্ট অস্ত্রোপচারের শেষে কী হল এই মহিলার ?

  জন ম্যাথিউজের পরিচালনার এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড ক্যাবরাল ৷ ৩ জুলাই ছবিটির উঠে আসে ইউটিউবে ৷ প্রায় ৮ ঘণ্টা পুরো ছবিটি ছিল সেখানে ৷ প্রথমে চোখে পড়ে ইউটিউবারদের ৷ শোরগোল পড়তেই, ভুল বুঝে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয় খালি দ্যা কিলার ৷ এখন ছবিটি দেখতে চাইলে ডিজিটাল মাধ্যমে টাকা দিয়ে দেখতে পারেন আপনিও ৷

  First published: