corona virus btn
corona virus btn
Loading

সাহস একেই বলে! দুই রাষ্ট্রনেতার সঙ্গে নির্ভয় সেলফি তুলে ভাইরাল এই ছেলে!

সাহস একেই বলে! দুই রাষ্ট্রনেতার সঙ্গে নির্ভয় সেলফি তুলে ভাইরাল এই ছেলে!
Photo Courtesy: Twitter
  • Share this:

#হিউস্টন: চলছিল 'Howdi Modi'-র অনুষ্ঠান৷ একই মঞ্চে হাজির ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতি৷ হিউস্টনে মোদির সভা ঘিরে ছিল সাজসাজ রব৷ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনাবাসী ভারতীয়রা৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি ছিলেন সকলে৷ একই মঞ্চে বক্তব্য রাখেন মোদি ও ট্রাম্প৷ সভা শেষে যখন উপস্থিত সকলের সঙ্গে দেখা করছিলেন ও হাত মেলাচ্ছিলেন তাঁরা, তখনই এক খুদে সামনে এসে সেলফি তুলে নেয় দু’জনের সঙ্গে! সবার মধ্যে এভাবে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছবি তোলার জন্য খুদের সাহসের তারিফ করছেন সকলে৷ ছবিটিও আপাতত ভাইরাল৷ ছোট ছেলেটির সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে মোদি ও ট্রাম্পকেও৷

আরও পড়ুন Howdy Modi! আমেরিকায় কী খাবেন মোদি? দেখে নিন বিশেষ নমো-থালির মেনু...

এরপরই প্রধানমন্ত্রী দফতরের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়৷ সেখান গোটা ঘটনাটির ভিডিও পোস্ট করা হয়েছে৷ কীভাবে ছোট ছেলেটি একটি সেলফির অনুরোধ জানাচ্ছে মোদি ও ট্রাম্পকে৷ এবং তারপর হাসিমুখে দু’জনে তুলছেন ছবি৷ এই ভিডিওটি পোস্ট করে জানানো হয়েছে যে এটি একটি বিরল মুহূর্ত৷ অর্থাৎ এমনভাবেই যুব সম্প্রদায়ের সঙ্গে মিশে গিয়েছেন মোদি৷ এবং হিউস্টনে হাউডি মোদির অনুষ্ঠানে এমনই সব ঘটনার সাক্ষী রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী৷

First published: September 23, 2019, 9:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर