#নয়াদিল্লি: আক্ষরিক অর্থেই যেন লঙ্কাকাণ্ড বেঁধেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট চলছিলই। এ বার সেখানেই কার্যত সর্বত্র ধ্বংসের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ রাজাপাক্ষে পদত্যাগ করেছেন। কারণ, তাঁর অফিসের মধ্যেই তাঁর দলের লোকেরা ও তাঁর বিরুদ্ধ পক্ষের লোকেরা কার্যত মারামারিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনার পরেই পদত্যাগ করেন রাজাপাক্ষে। কিন্তু তার পর প্রতিবাদ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আদৌ কি আর বিধায়ক থাকতে পারবেন মুকুল রায়? সব নজর ১২ মে!
পদত্যাগের ঘটনা চাউর হতেই রাজাপাক্ষে বিরোধী গোষ্ঠী কার্যত তাণ্ডব শুরু করে শ্রীলঙ্কা জুড়ে। কলম্বো থেকে ২৫০ কিলোমিটার দূরে রাজাপাক্ষের পারিবারিক আদি বাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা শুধু তাই নয়, তিন প্রাক্তন মন্ত্রী ও দুই সাংসদের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি সম্পত্তিতে, ধ্বংস করা হয় বাস ও গাড়ি। এমন ঘটনা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এরই মধ্যে খবর পাওয়া যায়, সাংসদ আথুকোরালার গাড়ির সামনে উন্মত্ত জনতা তেড়ে আসায় প্রাণে বাঁচতে নিজেই বন্দুক থেকে গুলি চালিয়ে দেন সাংসদ, তাতে আহত হন কয়েকজন। প্রশাসনিক সূত্রে খবর, তিনি নাকি প্রাণে বাঁচতে শেষ পর্যন্ত কাছের একটি বাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলেন। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: জন্মদাত্রীর পা ধুয়ে পায়েস খাইয়ে দিল পড়ুয়ারা, আন্তর্জাতিক মাতৃ দিবসের আগে অভিনব উদ্যোগ স্কুলে
রাত বাড়তে খবর পাওয়া গিয়েছে, রাজধানীতে প্রধানমন্ত্রী মহিন্দ রাজাপক্ষের বাড়িতেও গুলির শব্দ শোনা গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে সোমবার রাতের দিকে উন্মত্ত জনতা গেট ভেঙে ঢুকে পড়ে। আগুন লাগিয়ে দেয় ট্রাকে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে চাইলেও পরিস্থিতি মোটে নিয়ন্ত্রণে আসেনি। এমন করে প্রাক্তন মন্ত্রী জনস্টন ফার্নান্ডেজের বার, সাংসদ জনকা বান্দারার বাড়ি, সব কিছুতেই আগুন লাগিয়ে দিয়েছে জনতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sri Lanka Crisis