#বাংলাদেশ: বিস্ফোরক ওপার বাংলার জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলাম! সোশাল মিডিয়ায় গায়িকার অভোযোগ, নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে তাঁকে নির্যাতন করা হয়!
মিলার অভিযোগ, তাঁর শাশুড়ি তাঁর স্বামীর কথায় বাথরুমের দরজা ভেঙে বিবস্ত্র অবস্থায় জঘন্য ভাবে টেনে বের করে আনে। দেবর, জায়ের সামনে এক ঘণ্টা ধরে জঘন্যভাবে গালিগালাজ করতে থাকে। মিলার ভাষায়, '' বাবা ভাইবারে ভিডিও কলের মাধ্যমে পুরো ঘটনা দেখেন। এক পর্যায়ে আমি হাত জোড় করে ভিক্ষা চাই এই বলে 'আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে আসছিলেন ...আমার গায়ে কাপড় নাই... দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন..কিন্তু এই অপমান করেন না! '' ভিডিও টা এখনও আমার কাছে... দেশের শিল্পী আমি?''
উগড়ে ওঠে গায়িকার ক্ষোভ, '' এর চাইতে কাপড় পরা অবস্থায় আমার গায়ে আগুন দিয়ে দিত। আমি যাই বললাম তাতে পুরা মিডিয়া, শিল্পীরা, আমার ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা। কাপড় ছাড়া এই ছেলেকে রাস্তায় নামিয়ে জুতার বাড়ি দিয়ে মারার কথা। তাই না ? আমার এই পোস্টটাই তো সবার শেয়ার করার কথা তাই না ? কেও করবে নাহ্... কেও নাহ.. কারণ আমি বেঁচে আছি...এই মিলা কেন এখনও প্রতিদিন চিৎকার করে কাঁদে উত্তর পাও তোমরা? আমি দেশের জাতীয় পর্যায়ের শিল্পী?''