বন্য বাইসন অত্যন্ত শক্তিশালী একটি প্রাণী। সাধারণত সেই প্রাণীর কাছাকাছি কোনও সাফারি পার্ক বা চিড়িয়াখানায় একটু সাবধানে থাকাই ভাল। কিন্তু সেই কথাটা ভুলে গিয়েছিলেন এই ভদ্রমহিলা। তারই মাশুল গুণতে হল মহিলাকে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কী ঘটনা ঘটেছিল এই মহিলার সঙ্গে। তিনি যে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন, সে তাঁর সৌভাগ্য।
সাধারণত বাইসনের ঘ্রাণশক্তি অত্যন্ত শক্তিশালী। তিন কিলোমিটার পর্যন্ত এলাকার গন্ধ এঁরা পেয়ে থাকে। এতটি পূর্ণবয়স্ক বাইসনের ওজন হতে পারে প্রায় ১০০০ কেজি। কয়েকটি শিং থাকে শক্তিশালী। একবার গুঁতো মারলে অনেকেরই মৃত্যু অবধারিত না হলেও আধমরা হতে হয় মানুষকে। তাই সাধারণত সর্বত্রই মানুষরে বাইসনের থেকে দূরে থাকতেই অনুরোধ করা হয়। সাফারির মধ্যে পশুর স্বাধীন বিচরণে বিরক্ত না করাই ভাল বলে মনে করেন অনেকে। মানু্্ষের কারণেই পশুরা বিরক্ত হয়, সেটা বলাই বাহুল্য। সেটাই হাড়ে হাড়ে টের পেলেন ভিডিওতে দেখতে পাওয় যাচ্ছে যেই মহিলা, তিনি। সাউথ ডাকোটা কাস্টার স্টেট পার্কে তাঁরা সাফারিতে বেরিয়েছিলেন। একদল বাইসন মাঝপথে রাস্তা পেরোচ্ছিল। সেই দেখে গাড়ি দাঁড় করিয়ে মাঠের মধ্যে নেমে পড়েন ওই মহিলা। তারপর বসে ছবি তুলে শুরু করেন। তারপর কী হয়, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video