#লন্ডন: একসময় টাইটানিকের মতো জাহাজ তৈরি করেছিল৷ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সেই বেলফাস্ট শিপইয়ার্ড হারল্যান্ড অ্যান্ড উলফ এখন দেউলিয়া৷ কর্মী বিক্ষোভের মাঝেই নিজেদের দেউলিয়া ঘোষণা করল টাইটানিক প্রস্তুতকারী এই জাহাজ সংস্থা৷
মঙ্গলবার বেলফাস্ট হাইকোর্টে দেউলিয়া ফাইল করছে হারল্যান্ড অ্যান্ড উলফ৷ উত্তর আয়ারল্যান্ডের অন্যতম বৃহত্ জাহাজ সংস্থাকে কেনার মতো কাউকে পাওয়া যায়নি৷ দীর্ঘ দিন ধরেই ক্ষতিতে চলছে৷ বিংশ শতকের প্রথম দিকে এই সংস্থায় চাকরি করত ৩০ হাজার কর্মী৷ বর্তমানে তা কমে হয়েছে ১৩০ জন৷ বেলফাস্টের গগনচুম্বি ইমারতগুলির মধ্যে হলুদ ক্রেনের আদলে তৈরি টাওয়ার একটা দীর্ঘ ইতিহাসের সাক্ষী৷
গোা শিপইয়ার্ডটি দখলে রেখেছেন কর্মীরা৷ তাঁদের দাবি, সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক৷ সবার হাতে প্ল্যাকার্ডে লেখা, 'সেভ আওয়ার শিপইয়ার্ড৷'
১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার পরেও হারল্যান্ড অ্যান্ড উলফের ব্যবসায় কোনও আঁচ পড়েনি৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শিপইয়ার্ড ১৫০টি যুদ্ধজাহাজ তৈরি সাপ্লাই করেছিল৷ বেশ কয়েক বছর ধরে সংস্থাটি আর জাহাজ তৈরি করে না৷ মূলত বাষ্পশক্তি ও মেরিন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টেই কাজ করে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harland and Wolff, Shipyard, Titanic