হোম /খবর /লাইফস্টাইল /
২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ, কোথায়,কখন, কী হবে...

২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ, কোথায়,কখন, কী হবে...

Chandra Grahan 2020

Chandra Grahan 2020

যে কোনও গ্রহণ নিয়েই কোনও না কোনও ধর্মীয় বিশ্বাস থাকে৷ অনেক সময় চন্দ্রগ্রহণকে অশুভ বলে মানা হয় ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুন অর্থাৎ আজ, শুক্রবার ৷ এর আগে চন্দ্রগ্রহণ দেখা যায় এ বছর শুরুতে, জানুয়ারি মাসে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ বা Lunar Eclipse-এর সাক্ষী থাকতে পারবেন আপনি৷ ভারতীয় সময় রাত ১১টা ১৫ থেকে গ্রহণ শুরু হবে৷ যা চলবে রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত৷ গ্রহণের প্রভাব সবথেকে বেশি স্পষ্ট দেখা যাবে রাত ১২টা ৫৪-এ৷ অর্থাৎ ৫জুন শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৬ জুন৷

খালি চোখে গ্রহণ দেখতে পারেন, তাতে কোনও চোখের সমস্যা হয় না৷ তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে স্বাভাবিক ভাবেই তা আরও বেশি স্পষ্ট হবে ও দেখতে ভাল লাগবে৷ যেমন জানা যাচ্ছে যে এবারে হবে উপচ্ছায়া গ্রহণ৷ তাই চাঁদের আকারের কোনও পার্থক্য খুব বেশি বোঝা যাবে না ৷ শুধুমাত্র চাঁদের রং একটু হাল্কা লাগবে৷

এবারের চন্দ্রগ্রহণ হচ্ছে উপচ্ছায়া গ্রহণ৷ সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসলেও এরা একই সরলরেখায় যখন থাকে না, তখন বলা হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ৷ এতে চাঁদের ওপর বেশি আঁধার নেমে আসে না৷ ফলে এবারও তাই হবে৷ চাঁদ পুরোপুরি ঢেকে যাবে না, ফ্যাকাসে হবে মাত্র৷

ভারতে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ৷ এর পাশাপাশি রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে গ্রহণ দেখা যাবে৷ এরপর ফের জুলাই ও নভেম্বরে চন্দ্রগ্রহণ হবে৷

যে কোনও গ্রহণ নিয়েই কোনও না কোনও ধর্মীয় বিশ্বাস থাকে৷ এবং অধিকাংশ ক্ষেত্রে নানা রকম কুসংস্কারও দেখা যায়৷ এর সঙ্গে বিজ্ঞানের কোনও যুক্তি কাজ করে না ৷ চন্দ্রগ্রহণেও তেমন কিছু ধর্মীয় সংস্কার রয়েছে৷ অনেক সময় একে অশুভ বলে মানা হয়৷

Published by:Pooja Basu
First published:

Tags: Chandra Grahan 2020