সান্টিয়াগো ডি চিলি বিশ্ববিদ্যালয়ের শুক্রবার প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, গত তিন দশকের মধ্যে আন্টার্কটিক উপদ্বীপের ২০২০ সালই উষ্ণতম। কিং জর্জ দ্বীপের চিলিয়ান এয়ারফোর্সের ফ্রেই বেসের গবেষকরা জানিয়েছেন, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে উপদ্বীপে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস (৩৫.৬ এবং ৩৭.৪ ডিগ্রি ফারেনহাইট)–এর মধ্যে পৌঁছেছিল, যা মূল ভূখণ্ড আন্টার্কটিকার উত্তরতম অংশ। একেবারে উত্তরে এতটা উষ্ণতা বৃদ্ধি, যা বরফ গলিয়ে দিতে পারে, সাগর তলের উচ্চতা বাড়াতে পারে, তা অবাক করেছে গবেষকদের। চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট (আইএনএএচ) দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জলবায়ু বিশেষজ্ঞ রাউল করর্ডো বলেছেন, এই তাপমাত্রা, ‘স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি।’ কর্টোরডো যোগ করেছেন, ‘আন্টার্কটিক উপদ্বীপের সুদূর উত্তরের প্রান্তে, এ বছর এখন পর্যন্ত গড় সর্বোচ্চ তাপমাত্রা 0 ডিগ্রি ছাড়িয়েছে। এটি শেষ ৩১ বছরে কখনও দেখা যায়নি।’
তিনি এই সত্যটিকে তাঁরা "উদ্বেগজনক" বলেছেন, কারণ এটি ইঙ্গিত দিতে পারে যে বিংশ শতাব্দীর শেষদিকে এই অঞ্চলে সমুদ্র উষ্ণায়নের যে দ্রুত হার পরিলক্ষিত হচ্ছিলো তা আবার শুরু হচ্ছে। দক্ষিণ গোলার্ধের উপরের দিকে শীতের তাপমাত্রা এর বিপরীতে রয়েছে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ১৯৭০ সালের পর সর্বনিম্ন। আন্টার্কটিক উপদ্বীপের বিভিন্ন অংশে সাধারণত পৃথিবীর একাধিক দেশের মিলিটারি ক্যাম্প রয়েছে। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, চিলি সহ অনেকগুলি দেশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।