• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • দাদুর চিতাভষ্ম দিয়ে নিজে হাতে কুকিজ তৈরি করে বন্ধুদের খাওয়াল ছাত্রী

দাদুর চিতাভষ্ম দিয়ে নিজে হাতে কুকিজ তৈরি করে বন্ধুদের খাওয়াল ছাত্রী

representative image

representative image

 • Share this:

  #ক্যালিফোর্নিয়া: দাদুর চিতাভষ্ম দিয়ে কুকিজ তৈরি করে বন্ধুদের খাওয়াল স্কুল ছাত্রী! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ার ‘দা ভিঞ্চি চার্টার অ্যাকাডেমি’র এক ছাত্রী হঠাৎই একদিন স্কুলে কুকিজ তৈরি করে নিয়ে যায়। তার ৯ জন বন্ধুকে জানায়, সে নিজেই কুকিজ তৈরি করেছে। বন্ধুরা সোৎসাহে সেই কুকিজ খায়ও! ওই ৯ জন বন্ধুর মধ্যে একজনের নাম অ্যান্ডি নক্স। অ্যান্ডিকে কুকিজ দেওয়ার সময় মেয়েটি বলে , কুকিজে রয়েছে তার দাদুর চিতাভষ্ম। স্বাভাবিক ভাবেই হতভম্ব হয়ে পড়ে অ্যান্ডি!

  দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি ! পুলিশের কাছেও খবর যায়! শুরু হয় তদন্ত! জানা গিয়েছে, ওই ছাত্রীর বেশ কয়েকজন বন্ধু জানত কুকিজে চিতাভষ্ম মেশানো রয়েছে। কিন্তু, স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে-কজন ছাত্রী কুকিজ খেয়েছে, তারা সবাই সুস্থই রয়েছে। কিন্তু ওই ছাত্রী হঠাৎ কেন এমন অদ্ভুত ঘটনা ঘটাল ? হাজারো জিজ্ঞাসাবাদ করেও সত্যিটা জানা যায়নি! এখনও গোটা ঘটনা ঘিরে রহস্যের মেঘ !

  First published: