corona virus btn
corona virus btn
Loading

স্বপ্নভঙ্গ ! ফাইনালে স্ট্রেট সেটে হার সানিয়াদের

স্বপ্নভঙ্গ ! ফাইনালে স্ট্রেট সেটে হার সানিয়াদের
Photo Courtesy : AP

পারলেন না সানিয়া মির্জা। অস্ট্রেলিয় ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হারতে হল সানিয়া-ইভান ডডিজ জুটিকে।

  • Share this:

#মেলবোর্ন: পারলেন না সানিয়া মির্জা। অস্ট্রেলিয় ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হারতে হল সানিয়া-ইভান ডডিজ জুটিকে।

ক্রোয়েশিয়ান ডডিজকে সঙ্গী করে সেমিফাইনালে দুরন্ত ম্যাচ উপহার দিয়েছিলেন সানিয়া। কিন্তু ফাইনালে এদিন স্ট্রেট সেটে হারলেন তাঁরা। স্পিয়ার্স ও কাবাল জুটির কাছে ৬-২, ৬-৪-এ ম্যাচ হারলেন সানিয়ারা। অস্ট্রেলিয় ওপেনের সেমিতে সামান্থা স্টসুর ও স্যাম গ্রোথকে দাপটে হারাবার পর সানিয়াদের নিয়ে প্রত্যাশা অনেকটাই বেশি ছিল। কিন্তু শেষপর্যন্ত স্বপ্নভঙ্গই হল ইন্দো-ক্রোট জুটির।

প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিলেন সানিয়ারা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু খারাপ সার্ভিস এবং অতিরিক্ত আন ফোর্সড এররে জন্য সেটাও সম্ভব হয়নি। সানিয়ার দখলে ইতিমধ্যেই রয়েছে তিনটি মিক্সড ডাবলস শিরোপা। শেষটি এসেছিল ২০১৪ সালে ইউএস ওপেনে। সে বার সানিয়ার পার্টনার ছিলেন ব্রাজিলেন ব্রুনো সোরেস। যদিও সানিয়ার প্রথম গ্র্যান্ডস্ল্যাম এসেছিল এই ইভান ডডিজের সঙ্গে জুটি বেঁধেই। কিন্তু শেষটা জয় দিয়ে হল না। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল। নিজের খেলায় স্বভাবতই হতাশ সানিয়া। নিজের সেরা ফর্মের এদিন ধারেকাছেও ছিলেন না তিনি ৷

First published: January 29, 2017, 4:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर