#কেনিয়া: ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে শুনলেন, পৃথিবীর অন্যতম গরম জায়গায় শুরু হয়েছে তুষারপাত, তবে? হেঁচকি উঠবে তো? ভাববেন এ কী গাজাখুড়ি কথা? কিন্তু বাস্তবে ঠিক এমনটাই হল! গরমে তপ্ত, বিশ্বের দীর্ঘতম মরুভূমি সাহারাতে আচমকা শুরু তুষারপাত! তাপমাত্রা নেমেছে -২ ডিগ্রি সেলসিয়াসে। মরুভূমির বালি আপাতত সাদা বরফের আস্তরণে ঢাকা... চোখ ছানাবড়া করা, অবিশ্বাশ্য এই সব আপাতত নেট দুনিয়ায় ভাইরাল!
View this post on Instagram
আফ্রিকার উত্তর দিকে ৩৬ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি। তবে এই প্রথম নয়, গত ৪২ বছরে এই নিয়ে চতুর্থবার সাহারায় তুষারপাত হল। প্রথমবার বরফ পড়ে ১৯৭৯ সালে। এরপর২০১৬ সালের ডিসেম্বরে ফের তুষারপাত হয় সাহারায়। ২০১৮ সালের জানুয়ারিতে ১৬ ইঞ্চি পুরু বরফে ঢেকে যায় সাহারা। তিন বছর পর ফের এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল সাহারা।
কিন্তু কেন তুষারপাত হয় মতুভূমিতে?মরুভূমিতে দিনের বেলা যেমন চূড়ান্ত গরম, রাতের বেলা তেমনি ঠাণ্ডা! আবহাওয়া রুক্ষ, শুষ্ক। রাতের বেলা আদ্র হাওয়ার থেকে শুকনো হাওয়া বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ওঠে। এই হাওয়া উত্তর গোলার্ধে উচ্চ চাপ লক্ষ্য করে বইতে থাকে, ঠাণ্ডা আরকটিক হাওয়াকে ঠেলে নামায়। এই হাওয়া দক্ষিণ ইয়োরোপ দিয়ে সাহারা মরুভূমিতে গিয়ে পৌঁছায়, আইন সেফরা অঞ্চলে উপরের দিকে উঠতে থাকে যার থেকেই এই তুষারপাত হয়।