#ব্লাগোভেসচেন্সক: দাউদাউ করে জ্বলছে গোটা হাসপাতাল, ধোঁয়ায় ঢাকা পড়েছে চারপাশ, প্রাণের ভয়ে হাসপাতাল জুড়ে দৌড়াদৌড়ি, ত্রাহি ত্রাহি রব, হাহাকার! এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিজের কর্তব্যে অবিচল থাকলেন এক দল চিকিৎসক। নিজেদের প্রাণ বাজি রেখে রোগীর ওপেন হার্ট সার্জারি করে গেলেন রাসিয়ার এক হাসপাতালের চিকিৎসক-নার্স।
শুক্রবার আগুন লাগে রাশিয়ার পূর্বে ব্লাগোভেসচেন্সকের একটি হাসপাতালে। ছাদ থেকে ক্রমশ গোটা হাসপাতালে ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা। সেই সময় অপারেশন থিয়েটারে চলছিল এক রোগীর ওপেন হার্ট সার্জারি। ৮ চিকিৎসকের একটি টিম ও নার্স অস্ত্রোপচার করছিলেন! যখন আগুন লাগে, অপারেশন তখন মাঝপথে, কাজেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীকে বাঁচান চিকিৎসক-নার্সরা। সাহায্য করেন দমকল কর্মীরাও। ফ্যান ব্যবহার করা হয় যাতে অপারেশন থিয়েটারে ধোঁয়া না ঢোকে। পাশাপাশি, বিশেষ কেবল তারের সাহয্যে অপারেশন থিয়েটারে বিদ্যুতের সংযোগ ঠিকঠাক রাখা হয়। ২ ঘণ্টায় অপারেশন শেষ হলে রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে মোট ১২৮ জন রোগীকে হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia