মস্কো: গতকাল, মঙ্গলবার আচমকাই মাঝ আকাশে হারিয়ে গিয়েছিল রাশিয়ার একটি বিমান ৷ যাত্রী এবং বিমানকর্মীরা মিলিয়ে মোট ২৮ জন ছিলেন ওই Antonov An-26 বিমানে ৷ এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই নিখোঁজ বিমানের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছিল ৷ শেষপর্যন্ত অবশ্য আশঙ্কাই সত্যি হল ৷ রাশিয়ার সংবাদসংস্থা RIA-র খবর অনুযায়ী সমুদ্রেই ভেঙে পড়ে বিমানটি ৷
দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি নিজের গন্তব্য পালানা বিমানবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই ছিল ৷ ঠিক সেই সময়েই এটিসির সঙ্গে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের পাইলটের ৷ নির্দিষ্ট সময় বিমানটি অবতরণ না করাতেই সন্দেহ হয় ৷ এরপরেই শুরু হয়ে তল্লাশি ৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পিছনে খারাপ আবহাওয়াই প্রধান কারণ ৷ বিমানটিতে দু’জন শিশু-সহ ২২ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন ৷ যাত্রীদের মধ্যে ছিলেন রাশিয়ার একটি অঞ্চলের মেয়র ওলগা মোখিরেভাও ৷
In today’s #DailyGeo, we look at a fatal plane crash in Russia's far eastern Kamchatka peninsula, a deadly mudslide in Japan caused by torrential rains, and an underwater oil pipeline rupture that sparked a fire in the Gulf of Mexico. Read more here: https://t.co/JPSDQWuUtA pic.twitter.com/5cBrU4eBAh
— The American Geographical Society (@AmericanGeo) July 6, 2021
An-26 বিমানটি পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে পালানার উদ্দেশে রওনা হয়েছিল ৷ কিন্তু এরপর নির্ধারিত সময় বিমানটি ল্যান্ড করেনি ৷ মাঝ আকাশেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির ৷ বিমানটি ভেঙে পড়েছে কী না, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এপরে রাশিয়ার কয়েকটি সংবাদ সংস্থা জানায়, বিমানটি যাত্রীদের নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia