হোম /খবর /বিদেশ /
কাবুলে রকেট হামলা, পর পর ভয়াবহ বিস্ফোরণ! বহু প্রাণহানির আশঙ্কা

কাবুলে রকেট হামলা, পর পর ভয়াবহ বিস্ফোরণ! বহু প্রাণহানির আশঙ্কা

Photo-File/Reuters

Photo-File/Reuters

আফগান সরকারের এক মুখপাত্র স্বীকার করেছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কাবুল: রকেট হামলায় কেঁপে উঠল কাবুল৷ শনিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ শহরের গ্রিন জোনে যেখানে অধিকাংশ বিদেশী দূতাবাস রয়েছে, সেতার খুব কাছে এই হামলা হয়েছে৷ প্রাথমিক পাওয়া খবরের ভিত্তিতে, বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে৷ ব্যস্ত এবং ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷

আফগান সরকারের এক মুখপাত্র স্বীকার করেছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷ রাজধানী শহরের যে অংশে হামলা চালানো হয়েছে সেখানে বহু আন্তর্জাতিক সংস্থার দফতরও রয়েছে৷ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আবাসিক এলাকা গুলিতেই রকেটগুলি আছড়ে পড়েছে৷ ফলে ক্ষয়ক্ষতি আশঙ্কা বাড়ছে৷

ইতিমধ্যেই হামলার বহু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা যাচ্ছে বহু বাড়ি, অফিস এবং বহুতলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ তালিবান এবং আফগান সরকারের মধ্যস্থতাকারীদের মধ্যে দোহায় শান্তি বৈঠক শুরু হয়েছ সেপ্টেম্বর মাস থেকে৷ তাতে খুব বেশি অগ্রগতি হয়নি৷ উল্টে গত কয়েকমাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে৷ তবে কয়েকদিনের মধ্যেই দোহাতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও-র সঙ্গে তালিবান ও আফগান সরকারের মধ্যস্থতাকারীদের বৈঠকে বসার কথা৷ শুক্রবারই এ কথা ঘোষণা করেছে আমেরিকা৷ তার পরের দিনই এই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল৷

তালিবানদর সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সব বাহিনী প্রত্যাহার করে নেবে আমেরিকা৷ এ সপ্তাহের শুরুতেই পেন্টাগন জানায়, খুব শিগগিরই আরও ২০০০ মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হবে৷ এই পরিস্থিতিতে গত ছ মাসে আফগানিস্তানে ৫৩টি আত্মঘাতী হামলা চালিয়েছে তালিবানরা৷ মোট ১২৫০টি বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ যার ফলে ১২১০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৫০০ জন৷ এমনই দাবি আফগান সরকারের৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Afghanistan, Kabul